spot_img

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াতের আমির

অবশ্যই পরুন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় প্রতিনিধি দলটি যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন ডা. শফিকুর রহমান।

জামায়াতে ইসলামীর আমির বলেন, ‘বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের কথা হয়েছে। দেশ কীভাবে শান্তি শৃঙ্খলার মধ্যে থেকে একটি কার্যকর নির্বাচনের দিকে এগোতে পারে, আমরা তা নিয়ে কথা বলেছি। দল-মত নির্বিশেষে জাতীয় ঐক্য কীভাবে আরও সংহত করা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের কষ্ট হচ্ছে। মানুষের সামর্থ্যের ভেতরে কীভাবে পণ্যের দাম আনা যায়, সে সব বিষয়ে আলোচনা হয়েছে। ব্যবসায়ীরা যাতে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে সে বিষয়ে আমাদের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।’

তিনি বলেন, ‘দেশের স্বার্থবিরোধীদের কর্মকাণ্ড আইনের আওতায় আনতে হবে। সর্বোচ্চ জাতীয় ঐক্য গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়েছে।’

সর্বশেষ সংবাদ

লাস পালমাসকে হারিয়ে শীর্ষে বার্সেলোনা

স্প্যানিশ লা লিগায় লাস পালমাসকে ২-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে এই জয়ে ৫৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান...

এই বিভাগের অন্যান্য সংবাদ