spot_img

আমাকে রংপুরের উপদেষ্টা হিসেবে বিবেচনা করুন: ড. ইউনূস

অবশ্যই পরুন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাত করেছেন ছাত্র আন্দোলনে নিহত রংপুরের আবু সাঈদের পরিবার। এ সময় সাঈদের বাবাকে উদ্দেশ্য করে প্রধান উপদেষ্টা বলেছেন, আমাকে রংপুরের একজন উপদেষ্টা হিসেবে বিবেচনা করুন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) তেজগাঁওতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আসেন সাঈদের পরিবার।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, জুলাই অভ্যুত্থানের শহিদ আবু সাঈদের সাহসিকতা এবং আত্মত্যাগে নিজেকে রংপুরের সন্তান বলে মনে করেন ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টা এদিন এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে শহিদ আবু সাঈদ পরিবারের সদস্যদের হাতে শহিদ আবু সাঈদ ফাউন্ডেশনের সনদ তুলে দেন। সনদ গ্রহণ করেন আবু সাঈদের বাবা মকবুল হোসেন। এ সময় আবু সাঈদের ভাতিজা মো. লিটন মিয়াও উপস্থিত ছিলেন।

এছাড়া প্রধান উপদেষ্টা আবু সাঈদের বাবা-মায়ের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

সর্বশেষ সংবাদ

চিন্ময় কৃষ্ণ দাস ইস্যুতে যা বললেন মমতা ব্যানার্জি

ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে তিনি জোর দিয়ে বলেছেন যে,...

এই বিভাগের অন্যান্য সংবাদ