spot_img

দেশের শাসন ব্যবস্থা ও সংবিধান সংস্কার করতে হবে: জি এম কাদের

অবশ্যই পরুন

মুক্তিযুদ্ধের সময় যেমন জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, জুলাই বিপ্লবেও জনগণের মধ্যে তেমন ঐক্য তৈরি হয়েছে বলে এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে রাজধানীর বনানীতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

জি এম কাদের বলেন, দেশের শাসন ব্যবস্থা ও সংবিধান সংস্কার করতে হবে। এছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সংবিধানের জন্য বিগত সরকার দানব হয়ে উঠেছিলো।

এসময় সংবিধান সংস্কারে কিছু দাবি পেশ করেন তিনি। বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করা হয়েছে- তা আবারও ফেরত আনতে হবে। রাজনৈতিক দল ও সরকারপ্রধান যেন এক ব্যক্তি না হয় সে বিষয়েও ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, গণভোট ছাড়া কোন সংবিধান সংশোধন সম্ভব নয়। বিগত সরকার গণভোট ছাড়াই সংবিধানে পরিবর্তন আনে। আগামীতে যেন এমনটা না হয়, সে বিষয়ে পদক্ষেপ নিতে হবে বলেও জানান জাতীয় পার্টির চেয়ারম্যান।

সর্বশেষ সংবাদ

এবার মুক্ত পরিবেশে মানুষ ঈদ উদযাপন করছে: মির্জা ফখরুল

গত ১৫ বছরের চেয়ে এবারের ঈদে অনেক পার্থক্য আছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি...

এই বিভাগের অন্যান্য সংবাদ