spot_img

সার্বভৌমত্ব রক্ষায় ডিফেন্স ফোর্স সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের তাগিদ সেনাপ্রধানের

অবশ্যই পরুন

বৃহস্পতিবার মিরপুর সেনানিবাসে অনুষ্ঠিত হলো সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের ডিএসসিএসসি কোর্স-২০২৪ এর গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠান।

এসময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, দেশি ও বিদেশি সামরিক কর্মকর্তাদের কৌশলগত দক্ষতা বৃদ্ধিতে ও আন্তর্জাতিক সহযোগিতা উন্নয়নে ডিএসসিএসসির ভূমিকা অনস্বীকার্য।

তিনি বলেন, গ্র্যাজুয়েশন সম্পন্নকারী অফিসারদের অভিনন্দন জানিয়ে তিনি তাদের এই কোর্সে অর্জিত প্রজ্ঞা, সংকল্প ও পরিকল্পনাকে জাতির অগ্রগতিতে কাজে লাগানোর পরামর্শ দেন। এসময় দেশের সার্বভৌমত্ব রক্ষায় ডিফেন্স ফোর্সের সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের তাগিদ দেন তিনি।

এ বছর ডিএসসিএসসি কোর্স-২০২৪ এ বাংলাদেশ সেনাবাহিনীর ১৪১ জন অফিসার, বাংলাদেশ নৌবাহিনীর ৪০ জন অফিসার, বাংলাদেশ বিমান বাহিনীর ২৬ জন অফিসার, বাংলাদেশ পুলিশের ৩ জন অফিসার অংশ নেয়।

এছাড়া চীন, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, কুয়েত, মালয়েশিয়া, পাকিস্তান, ফিলিস্তিন, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্কসহ বিভিন্ন দেশের ৫৭ জন অফিসারসহ সর্বমোট ২৬৭ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

সর্বশেষ সংবাদ

১০৩ পুলিশ কর্মকর্তার বিপিএম-পিপিএম পদক প্রত্যাহার

২০১৮ সালের বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনসহ ১০৩ পুলিশ কর্মকর্তার বিপিএম,...

এই বিভাগের অন্যান্য সংবাদ