spot_img

সংসদ সদস্য হিসেবে প্রথমবারের মতো শপথ নিলেন প্রিয়াঙ্কা গান্ধী

অবশ্যই পরুন

ভারতের কেরালার ওয়ানাড় আসনের উপনির্বাচনে জয়ী কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্গা গান্ধী সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সংবিধান হাতে তিনি শপথ গ্রহণ করেন। খবর এনডিটিভি

সম্প্রতি লোকসভার উপ-নির্বাচনে কেরালার ওয়ানাড় আসন থেকে জয়ী হয়েছেন গান্ধী পরিবারের প্রভাবশালী সদস্য প্রিয়াঙ্কা। এর আগে ওয়ানাড়ের এ আসনের সংসদ সদস্য ছিলেন প্রিয়াঙ্কার ভাই রাহুল গান্ধী।

এই বিজয় ও শপথ গ্রহণের মাধ্যমে ভারতের রাজনীতিতে প্রবেশ করলেন প্রিয়াঙ্কা। এই মুহূর্তের জন্য তার দল ও সমর্থকরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন।

মা সোনিয়া গান্ধী ও ভাই রাহুল গান্ধীর পর তৃতীয় সদস্য হিসেবে পার্লামেন্ট সদস্য হলেন প্রিয়াঙ্কা। তার মা সাবেক কংগ্রেসপ্রধান সোনিয়া গান্ধী উচ্চকক্ষ বিধানসভার সদস্য।

শনিবার ওয়ানাড় আসনের ভোট গণনা শেষ হয়। তিনি ৬ লাখ ২২ হাজার ভোট পেয়ে বড় ব্যবধানে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কমিউনিস্ট পার্টির সাথিয়ান মোকেরির চেয়ে চার লাখেরও বেশি ভোট পান প্রিয়াঙ্কা। তৃতীয় অবস্থানে ছিলেন বিজেপির প্রার্থী।

বিজয়ী হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দীর্ঘ এক পোস্ট দিয়ে ভোটারদের ধন্যবাদ জানান প্রিয়াঙ্কা।

এদিকে বোনের শপথ গ্রহণ অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে পার্লামেন্টে প্রবেশের সময় ছবি তুলেন ভাই রাহুল গান্ধী। এ সময় কংগ্রেসের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

অভিযুক্ত বিচারপতিদের বিরুদ্ধে তদন্ত শুরুর নির্দেশ রাষ্ট্রপতির

বাংলাদেশ সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করতে অনুমতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন। আগামী সপ্তাহে তাদের বিরুদ্ধে...

এই বিভাগের অন্যান্য সংবাদ