spot_img

গাজায় যুদ্ধবিরতির নতুন উদ্যোগ বাইডেনের

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির জন্য নতুন উদ্যোগ শুরু করবেন। ইসরায়েল ও হিজবুল্লাহ লেবানন শান্তিচুক্তিতে সম্মত হওয়ার পর বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান বুধবার (২৭ নভেম্বর) এই তথ্য জানান।

ইরান সমর্থিত হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে রাজি হওয়ার অর্থ এই গোষ্ঠীটি আর গাজায় হামাসের প্রতি সংহতির জন্য যুদ্ধ করছে না। এতে গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তি করতে হামাসের প্রতি চাপ বাড়বে বলে জানান জেক সুলিভান।

সুলিভান জানান, মার্কিন ও ফরাসি মধ্যস্থতায় মঙ্গলবার হিজবুল্লাহর সঙ্গে চুক্তি ঘোষণার আগে বাইডেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেন। তারা গাজায় একটি চুক্তির চেষ্টা ফের শুরু করতে সম্মত হয়েছেন।

সুলিভান বলেন, ‘প্রেসিডেন্ট বাইডেন তার প্রতিনিধিদের তুরস্ক, কাতার, মিসর ও অঞ্চলের অন্য দেশগুলোর সঙ্গে যোগাযোগ করতে নির্দেশ দেবেন। আমরা বিশ্বাস করি, এটি একটি স্থিতিশীল মধ্যপ্রাচ্যের জন্য সুযোগের শুরু, যেখানে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত হবে এবং যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা পাবে।’

ইসরায়েল-হিজবুল্লাহ চুক্তি ঘোষণার সময় বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র, তুরস্ক, মিসর, কাতার ও ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি নিয়ে আবারও চাপ সৃষ্টি করবে। গাজায় ইসরায়েল এখনো হামাসের বিরুদ্ধে যুদ্ধ করছে।

উল্লেখ্য, গত বছরের অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া যুদ্ধে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৪৪,২৮২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া, লেবাননে গত ১৩ মাসে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ৩,৮০০ ছাড়িয়েছে।

সূত্র: এএফপি

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা নিয়ন্ত্রণ ও বিচার বিভাগ বিকেন্দ্রীকরণে দলগুলো একমত

রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতার অপব্যবহার নিয়ন্ত্রণে সংবিধানের ৪৯ অনুচ্ছেদ সংশোধনে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছে। তবে কী আইন বা নীতি...

এই বিভাগের অন্যান্য সংবাদ