spot_img

বিভিন্ন ইস্যুকে কাজে লাগিয়ে ষড়যন্ত্রকারীরা চক্রান্তের জাল বিছিয়েছে: তারেক রহমান

অবশ্যই পরুন

একটি পরিকল্পিত নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা সারাদেশে ক্রমেই দৃশ্যমান হয়ে উঠছে। জনগণের অধিকারের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু কাজে লাগিয়ে ষড়যন্ত্রকারীরা দেশে চক্রান্তের জাল বিছিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (২৭ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।

বিবৃতিতে তিনি বলেন, পলাতক স্বৈরাচারের দোসররা জনগণের অসহিষ্ণু হয়ে ওঠার অপেক্ষায় রয়েছে। সরকার পরিচালনায় দক্ষতার পরিচয় দিতে না পারলে জনগণ অসহিষ্ণু হয়ে উঠতে পারে। এমন পরিস্থিতি শক্ত হাতে নিয়ন্ত্রণে আনতে হবে। এ সময় পরিস্থিতির ওপর অন্তর্বর্তী সরকারকে সতর্ক ও সজাগ দৃষ্টির রাখার পরামর্শ দেন তিনি।

তিনি আরও বলেন, গত কয়েকদিনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যেসব ঘটনা ঘটেছে সেগুলোকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। দেশের স্থিতিশীলতা বিনষ্টকারীদের এই অপতৎপরতা উদ্বেগজনকভাবে দেখা দিয়েছে। এমন পরিস্থিতি মোকাবেলায় জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি।

সর্বশেষ সংবাদ

ভারত যাচ্ছেন বাংলাদেশের ৫০ বিচারক

ভারতের ভূপালে অবস্থিত ন্যাশনাল জুডিসিয়াল একাডেমি এবং স্টেট জুডিসিয়াল একাডেমিতে প্রশিক্ষণের জন্য অধস্তন আদালতের ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তাদের...

এই বিভাগের অন্যান্য সংবাদ