spot_img

সড়ক দুর্ঘটনার কবলে হাসনাত-সারজিস

অবশ্যই পরুন

চট্টগ্রামের লোহাগড়া থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের গাড়ি বহরের সাথে থাকা একটি প্রাইভেট কার। আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা শেষে ফিরছিলেন তারা।

বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় কেউ হতাহত হয়নি জানিয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, ‘সড়কের একটি মোড় থেকে বাঁক নেয়ার সময় একটি ট্রাক প্রাইভেট কারটিকে ধাক্কা দেয়। গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি দুর্ঘটনা নাকি নাশকতা তা যাচাইবাছাই করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

গোল্ডেন গ্লোবে পুরস্কার পেলেন না সেলেনা ও আরিয়ানা

৮২তম গোল্ডেন গ্লোবস পুরস্কার অনুষ্ঠানে সেলেনা গোমেজ ও আরিয়ানা গ্রান্দেকে সেরা পারফরম্যান্সের জন্য মনোনীত করা হলেও তারা কোনো পুরস্কার...

এই বিভাগের অন্যান্য সংবাদ