spot_img

শাহরুখের পর অ্যাটলির সিনেমায় সালমান খান

অবশ্যই পরুন

দক্ষিণ ভারতীয় পরিচালক অ্যাটলি কুমার ‘জওয়ান’ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধে অ্যাটলি পেয়েছেন সফলতা। নয়নতারার সঙ্গে জুটি বেঁধে শাহরুখের অভিনয় রীতিমতো সাড়া ফেলেছিল দর্শকমহলে। বক্স অফিসে এই সিনেমার দারুণ সাফল্য নজর কেড়েছে। শাহরুখের পর অ্যাটলি এবার বলিউড ‘ভাইজান’ সালমান খানের সঙ্গে কাজ করতে চলেছেন। বিষয়টি নিয়ে বলিপাড়ায় এতদিন ধরে গুঞ্জন চললেও এখন সালমানের সঙ্গে অ্যাটলির জুটি আলোচিত বিষয় হয়ে উঠেছে।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাটি একটি মহাকাব্যিক কাহিনী হবে বলে ধারণা করা হচ্ছে। সিনেমাটিতে দুইজন নায়ক থাকবেন। সালমানের পাশাপাশি কমল হাসান বা রজনীকান্তকে রাজি করানোর চেষ্টা করছেন অ্যাটলি। ফলে সিনেমাটি সাম্প্রতিক বছরের মধ্যে সবচেয়ে বড় কাস্টিং অভ্যুত্থানে পরিণত হয়েছে।

আরেক সংবাদমাধ্যম পিঙ্কভিলার মতে, অ্যাকশনধর্মী সিনেমাটিতে কারা অভিনয় করবেন তা এখনো গোপন রাখা হয়েছে। বর্তমানে এটির চিত্রনাট্য নিয়ে কাজ চলছে। অ্যাটলি এক বছর ধরে একটি মেগা-বাজেটের চিত্রনাট্য নিয়ে কাজ করছেন। সিনেমাটি অতীত ও বর্তমান দুই যুগের প্রেক্ষাপটে তৈরি হবে। চলচ্চিত্র নির্মাতা এখানে একটি কাল্পনিক জগতের গল্প বলবেন। যেখানে সালমান খানকে অতীত সময়ের একজন যোদ্ধার অবতারে হাজির করা হবে, যে চরিত্রে এই সুপারস্টারকে আগে কখনো দেখা যায়নি। তবে, বর্তমানে কী ঘটবে তা আপাতত আড়ালে রাখা হয়েছে। চলচ্চিত্রটির ফোকাস বর্তমানের চেয়ে অতীতের অংশগুলোতে বেশি হবে। কারণ স্ক্রিপ্টটি কাল্পনিক ফ্যান্টাসি এবং সব চরিত্র অতীত ও বর্তমানের সঙ্গে পরস্পর জড়িত থাকবে।

সূত্র জানিয়েছে, এই উচ্চ-বাজেটের মহাকাব্যিক কাহিনীটির শুটিং ২০২৫ সালের গ্রীষ্মের মধ্যে শুরু হতে পারে। অ্যাটলি স্ক্রিপ্টটি সম্পূর্ণ করতে ও প্রকল্পের অন্যান্য কাজ শুরুর করতে সময় নিচ্ছেন। সিনেমাটিতে প্রচুর অ্যাকশন, নাটক, রোমাঞ্চ ও আবেগের দৃশ্য থাকবে। তিনি এ বছরের শেষের দিকে এ-সিক্সের জন্য সব তারকাদের ঠিক করতে চাইছেন। সালমানের সঙ্গে কমল হাসান বা রজনীকান্তকে পাবেন বলে আত্মবিশ্বাসী অ্যাটলি।

যদিও সালমান কিংবা পরিচালক অ্যাটলি এখনো পর্যন্ত বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা করেননি। সালমান খান বর্তমানে ‘সিকান্দার’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত। সিনেমাটি ২০২৫ সালের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

সর্বশেষ সংবাদ

ঐকমত্য কমিশনের আলোচনায় রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা এখনও চলমান রয়েছে এবং এই...

এই বিভাগের অন্যান্য সংবাদ