spot_img

ফিটনেস পরীক্ষায় ‘পাস’, এনসিএলে ফিরছেন তামিম ইকবাল

অবশ্যই পরুন

জাতীয় দলে তামিম ইকবালের ফেরা নিয়ে নানা প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল ক্রিকেটপ্রেমীদের মনে। এবার তার অবসান ঘটল। প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে দীর্ঘ বিরতির পর এবার জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) মাধ্যমে মাঠে ফিরতে চলেছেন বাংলাদেশের এই অভিজ্ঞ ওপেনার। এজন্য প্রয়োজনীয় ফিটনেস পরীক্ষায় পাস করেছেন তামিম।

বিসিবির একটি সূত্র জানিয়েছে, তামিম ফিটনেস পরীক্ষায় ইতিবাচক ফল পেয়েছেন। তাই আসন্ন এনসিএল টি-টোয়েন্টিতে খেলতে আর কোনো বাধা নেই। ১২ ডিসেম্বর থেকে সিলেটে শুরু হতে যাওয়া এনসিএলের সংক্ষিপ্ত সংস্করণে চট্টগ্রাম বিভাগের হয়ে মাঠে নামবেন তিনি।

প্রিমিয়ার লিগের পর থেকেই প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে ছিলেন তামিম। তবে সাম্প্রতিক সময়ে তাকে ঘাম ঝরাতে দেখা গেছে অনুশীলনে। এই প্রস্তুতির ফলস্বরূপ ফিটনেস পরীক্ষায় সহজেই পাস করেছেন তিনি।

জাতীয় লিগের পর তামিম ইকবাল খেলবেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। গত আসরে ফরচুন বরিশালকে নেতৃত্ব দিয়ে দলকে শিরোপা জিতিয়েছিলেন। এবারও তিনি একই দলের অধিনায়ক হিসেবে মাঠ মাতাবেন। বিপিএলের আগে এনসিএলকে প্রস্তুতির মঞ্চ হিসেবে বেছে নিয়েছেন তামিম।

তামিমের ফেরা নিয়ে সমর্থকদের মাঝে উচ্ছ্বাস তৈরি হয়েছে। প্রতিযোগিতামূলক ক্রিকেটে তার প্রত্যাবর্তন নিশ্চয়ই জাতীয় দল ও দেশীয় ক্রিকেটে নতুন প্রেরণা যোগাবে।

সর্বশেষ সংবাদ

ব্রাজিলের কোচ হওয়ার গুঞ্জনে স্কালোনি যা বললেন

ফুটবলীয় শত্রুতা তাদের সুবিদিত। সেই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ছেড়ে লিওনেল স্কালোনি ব্রাজিলের দায়িত্ব নেবেন, এমনটা হয়তো ঘোর স্বপ্নেও কল্পনা করতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ