spot_img

ইউক্রেনে ১৮৮টি ড্রোন নিক্ষেপ রাশিয়ার

অবশ্যই পরুন

ইউক্রেনে মোট ১৮৮টি ড্রোন নিক্ষেপ করেছে রাশিয়া। বুধবার (২৭ নভেম্বর) এক বিবৃতিতে ইউক্রেনের বিমান বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত ইউক্রেনের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে মোট ১৮৮টি বিস্ফোরকভর্তি ড্রোন উৎক্ষেপণ করেছে রুশ বাহিনী। এসব ড্রোনের মধ্যে ৭৬টিকে আঘাত হানার আগেই এয়ার ডিফেন্স ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করে দিয়েছে ইউক্রেনের বিমান বাহিনী। সেই সঙ্গে ৯৬টি ড্রোনকে দিকভ্রান্তও করতে সক্ষম হয়েছে, কিন্তু বাকি ১৬টি ড্রোনের আঘাতে রাজধানী কিয়েভ এবং সংলগ্ন শহর তেরনোপিলের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ প্রায় তিন বছর ধরে চলছে। এর আগে কখনও এক হামলায় এত বেশি সংখ্যক ড্রোন ব্যবহার করা হয়নি বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

বিবৃতিতে বলা হয়েছে, “যে ড্রোনগুলোকে ধ্বংস করা বা ঠেকানো সম্ভব হয়নি, সেগুলো রাজধানী কিয়েভ এবং দেশের পশ্চিমাঞ্চলে গুরুত্বপূর্ণ অবকাঠামো, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা এবং বেসরকারি বিভিন্ন ভবনে আঘাত হেনে ব্যাপক ক্ষয়ক্ষতিসাধন করেছে। ”

এই হামলার ফলে ইউক্রেনে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় ব্যাঘাত ঘটেছে বলে জানা গেছে।

এদিকে ইউক্রেনের বিমান বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, “দুঃসংবাদ হলো, এই হামলা আমাদের জন্য বেশ ভোগান্তি বয়ে আনবে। কারণ, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ও অন্যান্য অবকাঠামোর যে ক্ষয়ক্ষতি হয়েছে, শিগগিরই সেসব মেরামত করা সম্ভব নয়।”

সূত্র: রয়টার্স

সর্বশেষ সংবাদ

ট্রাম্প হোটেলের বাইরে বিস্ফোরণে সন্ত্রাসের যোগসূত্র নেই : এফবিআই

লাস ভেগাসে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের বাইরে সাইবার ট্রাক বিস্ফোরণে আত্মহত্যাকারী মার্কিন স্পেশাল ফোর্সের সদস্য ম্যাথিউ লিভলসবার্গার পিটিএসডিতে ভুগছিলেন। তদন্তকারী দলের...

এই বিভাগের অন্যান্য সংবাদ