spot_img

আড়াই বছর বিয়ের পিঁড়িতে বসতে পারবেন না উর্বশী!

অবশ্যই পরুন

বলিউডের আলোচিত অভিনেত্রী উর্বশী রাউতেলা। তাকে নিয়ে ভক্তদের মাঝে আগ্রহের শেষ নেই। বলিউডে ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’-এর তকমা রয়েছে উর্বশী রাউতেলার কাছে। একাধিক বার বিতর্কে নাম জড়ালেও, তাঁর পুরুষ অনুরাগীর সংখ্যায় কোনও ঘাটতি হয়নি। অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে তাঁদের কৌতূহলের শেষ নেই। অনেকেরই প্রশ্ন, “কবে বিয়ে করছেন উর্বশী?” অভিনেত্রী নিজেই জানিয়েছেন, আগামী আড়াই বছর তিনি কোনও ভাবেই বিয়ে করতে পারবেন না। কেন এই আড়াই বছরের উপর নিষেধাজ্ঞা?

উর্বশী জানান, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বর্তমানে তাঁর এমন একটি দশা চলছে যা মোটেই বিয়ে করার জন্য উপযুক্ত নয়। অভিনেত্রীর কথায়, “এখন আমার কাটনি যোগ চলছে। কাটনি যোগ চলাকালীন বিয়ে করা উচিত নয়। টানা আড়াই বছর এই দশা জারি থাকে। তাই বিয়ে করার জন্য আপাতত সময় নিচ্ছি। এখনই বিয়ে করছি না।”

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই দশা চললে জীবনে নানা ধরনের বাধা-বিপত্তির সম্মুখীন হতে হয়। এমনকি বিয়ের পথেও নানা বাধা তৈরি করতে পারে এই দশা। সেই জন্যই আপাতত বিয়ে থেকে বিরত থাকছেন তিনি।

সর্বশেষ সংবাদ

বেলারুশের ব্যালেন্সিয়াগা’র বাবল র‍্যাপ ড্রেস দিয়ে ফ্যাশন জগতে তোলপাড়

ফ্যাশনের ক্ষেত্রে সৃজনশীলতার কোনও সীমা নেই। বলা যায়, নতুনত্ব নিয়ে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে সবসময় চলে প্রতিযোগিতা। পর্দার কাপড় কিংবা সংবাদপত্রের...

এই বিভাগের অন্যান্য সংবাদ