spot_img

ভারত থেকে আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ, বেড়েছে দাম

অবশ্যই পরুন

ভারতীয় আলু ও পেঁয়াজ রপ্তানি স্লট বুকিং বন্ধ করে দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। এতে করে হিলি স্থলবন্দর এলাকায় হু হু করে বেড়েছে সব ধরনের আলু ও পেঁয়াজের দাম।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ভারতীয় আলু ৭০ টাকায়, দেশি আলু ৭৫ টাকায় এবং ভারতীয় পেঁয়াজ ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মঙ্গলবার সকাল থেকে এই বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হয়নি, তবে আগের বুকিং করা মাত্র দুইটি ট্রাক আলু আমদানি হয়েছে। সবশেষ রোববার ১৪ ট্রাকে ৩৯৬ মেট্রিক টন পেঁয়াজ ও ৭২ ট্রাকে দুই হাজার মেট্রিক টন আলু আমদানি হয়েছে এই হিলি স্থলবন্দর দিয়ে।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, ভারত থেকে পণ্য আমদানি করতে পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের স্লট বুকিং নিতে হয় অনলাইনে। হঠাৎ করে রোববার অনলাইন সিস্টেম বন্ধ করে দিয়েছে বলে জানান ভারতের রপ্তানিকারকরা। ফলে স্লট বুকিং দিতে পারছে না তারা। যার কারণে পেঁয়াজ ও আলু আমদানিতে শঙ্কা দেখা দিয়েছে। তবে কবে নাগাদ আবার আলু ও পেঁয়াজ আমদানি শুরু হবে তা নির্দিষ্ট করে আমদানিকারকরা বলতে পারছেন না।

সর্বশেষ সংবাদ

রাজীব আপনাকে আমার জীবনের সেরা বন্ধু হিসেবে বেছে নিলাম: মেহজাবীন

বহুদিন ধরে প্রেমের গুঞ্জন! তবুও প্রেমিক নিয়ে প্রকাশ্যে কিছুই বলেননি তারকা মেহজাবীন। নানা নাটকীয়তার পর অবশেষে প্রকাশ্যে মেহজাবীন-রাজীবের বিয়ের...

এই বিভাগের অন্যান্য সংবাদ