spot_img

ট্রাম্পের শুল্ক আরোপের হুমকি নিয়ে প্রতিক্রিয়া জানাল চীন

অবশ্যই পরুন

আগামী ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। এরপরই তিনি চীনের আমদানিকৃত পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করবেন। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এমন হুমকি দিয়েছেন। এ হুমকির পর প্রতিক্রিয়া জানিয়েছে চীন। খবর রয়টার্স

সোমবার (২৫ নভেম্বর) ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, বাণিজ্য যুদ্ধে চীন কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের কেউ জিতবে না।

চীনা দূতাবাসের মুখপাত্র লি পেনইংয়ু এক বিবৃতিতে বলেন, চীন বিশ্বাস করে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক পারস্পারিক সহযোগিতার ওপর নির্ভরশীল। সুতরাং চীনের ওপর যুক্তরাষ্ট্রের শুল্কারোপ কারো জন্য কল্যাণ আনবে না।

ট্রাম্প বলেন, যতক্ষণ পর্যন্ত চীন অবৈধভাবে যুক্তরাষ্ট্রের ফেন্টানাইল সরবরাহ বন্ধ করবে না যতদিন পর্যন্ত তাদের ওপর শুল্ক আরোপ অব্যাহত থাকবে।

লি এক বিবৃতিতে জানিয়েছে, মাদকপাচার বন্ধে গত বছর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং একটি চুক্তি করেছেন। এরপর থেকেই চীন মাদকপাচার রোধ পদক্ষেপ নিয়েছে। এছাড়া এ কাজের চীনের অগ্রগতি মার্কিন আইনপ্রয়োগকারী সংস্থাকে জানানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

সেনাপ্রধানই হলেন লেবাননের নতুন প্রেসিডেন্ট

দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ধরে প্রেসিডেন্ট পদে শূন্যতার অবসান ঘটিয়ে লেবাননের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সেনাপ্রধান জোসেফ আউন। বৃহস্পতিবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ