spot_img

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

অবশ্যই পরুন

কুমিল্লার বুড়িচংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে বুড়িচং রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার ওসি আজিজুল হক। তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের নামপরিচয় পাওয়া যায়নি।

তিনি আরও জানান, দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। সবার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এছাড়া আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, সকালে রেলক্রসিং পার হচ্ছিল একটি অটোরিকশা। এ সময় দ্রুতগতিতে ছুটে আসা একটি ট্রেন অটোরিকশাটিকে ধাক্কা দিলে যানটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান পাঁচজন। আহত হন আরও দুইজন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

কমিশনের সুপারিশে জাতি বিভক্ত হবে, ঐক্য হবে না: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের উদ্দেশ্য ছিল ঐকমত্য প্রতিষ্ঠা করা কিন্তু কমিশন যে সমস্ত...

এই বিভাগের অন্যান্য সংবাদ