spot_img

প্রথম দিনই ৩ দেশের ওপর বড় ট্যাক্স আরোপের হুমকি ট্রাম্পের ‍

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের দিনই তিন দেশের ওপর বড় ধরনের ট্যাক্স আরোপের হুমকি দিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশ তিনটি হলো মেক্সিকো, কানাডা ও চীন। এদের মধ্যে মেক্সিকো ও কানাডা থেকে আমদানি করা সব পণ্যের ওপর ২৫ শতাংশ এবং চীনা পণ্যের ওপর “অতিরিক্ত” ১০ শতাংশ ট্যাক্স (শুল্ক) আরোপ করা হবে। যুক্তরাষ্ট্রে অবৈধ সীমান্ত পারাপার ও মাদক চোরাচালানের জবাবে এই ট্যাক্স আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। খবর আলজাজিরার।

সোমবার (২৫ নভেম্বর) ট্রাম্প ঘোষণা দেন তার প্রশাসনের প্রথম দিনেই তিনি মেক্সিকো ও কানাডা থেকে আমদানি করা সব পণ্যের ওপর শুল্ক আরোপ করবেন এবং এই পদক্ষেপগুলো অবৈধ অভিবাসী ও মাদকের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ ট্রাম্প লিখেছেন, মেক্সিকো ও কানাডা—দুই দেশেরই এই দীর্ঘদিনের সমস্যা সহজেই সমাধান করার পূর্ণ অধিকার ও ক্ষমতা রয়েছে। আমরা তাদের কাছে এই ক্ষমতা ব্যবহারের দাবি করছি এবং যতক্ষণ না তারা তা করে তাদের বড় মূল্য দিতে হবে!

পরবর্তীতে আরেক পোস্টে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রে ফেন্টানিল চোরাচালান বন্ধে পদক্ষেপ না নেয়া পর্যন্ত সব ধরনের শুল্ক ছাড়াও চীনের ওপর তিনি আরও অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করবেন।

২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয় পান ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন তিনি। এদিনই হোয়াইট হাউসের গদিতে বসবেন তিনি। পরবর্তী চার বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন তিনি।

এবারের নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প সব চীনা পণ্য আমদানির ওপর ৬০ শতাংশ বা তার বেশি শুল্ক আরোপ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। এ ছাড়া মেক্সিকো থেকে আমদানিকৃত যানবাহনের ওপর এক হাজার শতাংশ বা তার বেশি শুল্ক আরোপের কথাও বলেছিলেন তিনি।

সর্বশেষ সংবাদ

টি-২০তে হোয়াইটওয়াশ হয়ে ক্যারিবীয় সফর শেষ বাংলাদেশের

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজে সফর করছে বাংলাদেশের মেয়েরা। এই সফরে ২-১...

এই বিভাগের অন্যান্য সংবাদ