spot_img

ইউক্রেনে নিযুক্ত কমান্ডারকে বহিষ্কার করল রাশিয়া

অবশ্যই পরুন

যুদ্ধের অগ্রগতি সম্পর্কে মিথ্যা দাবি করায় একজন সিনিয়র কমান্ডারকে পদ থেকে সরিয়ে দিয়েছে রাশিয়া। রুশপন্থী সামরিক ব্লগার ও রুশ গণমাধ্যম সূত্রে এ খবর জানা গেছে।

ব্লগারদের মতে, দক্ষিণ গ্রুপের কমান্ডার কর্নেল জেনারেল গেনাডি আনাশকিনকে পূর্ব ইউক্রেনের সিভার্সক এলাকার কাছে চলমান যুদ্ধের অগ্রগতি নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগে বরখাস্ত করা হয়েছে।

রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক সূত্র বলেছে, সেনাসদস্যদের ‘পরিকল্পিত রদবদলের’ অংশ হিসেবে আনাশকিনকে সরানো হয়েছে।’ তবে রুশ কর্মকর্তাদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে তার অপসারণের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলুসভ যখন যুদ্ধক্ষেত্র থেকে দুর্বল নেতৃত্বকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, ঠিক তখনই এমন খবর সামনে এলো।

রুশ যুদ্ধবিষয়ক ব্লগাররা দীর্ঘদিন ধরে সিভার্সক এলাকায় রাশিয়ার অভিযান পরিচালনাকারী নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ করে আসছিলেন। তারা বলছিলেন, সামরিক সহায়তার দিক থেকে দুর্বল অবস্থায় থাকা সেনা দলগুলোকে সামান্য কিছু কৌশলগত অর্জনের জন্য প্রাণঘাতী লড়াইয়ের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে রুশপন্থী ব্লগার রিবার লিখেছেন, সিভার্সক অঞ্চলের যুদ্ধের ব্যবস্থাপনা নিয়ে আনাশকিন মিথ্যা প্রতিবেদন দেওয়ায় তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে নিযুক্ত যুদ্ধবিষয়ক এক প্রতিনিধিও বলেছেন, ‘আনাশকিনকে তার দায়িত্ব থেকে সরানো হয়েছে।’

রুশপন্থী যুদ্ধ ব্লগার ইউরি পোদোলিয়াকা তার প্রতিবেদনে লিখেছেন, ‘আপনি ভুল করতে পারেন, কিন্তু মিথ্যা বলতে পারেন না।’

ইউক্রেনের সেনাপ্রধানের মতে, ফ্রন্টলাইনে যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনীয় বাহিনী “সবচেয়ে শক্তিশালী রুশ আক্রমণের” মুখোমুখি হচ্ছে।

শীত মৌসুমকে সামনে রেখে রুশ বাহিনী ক্রমাগত ইউক্রেনের দিকে এগিয়ে যাচ্ছে। তাদের অগ্রসর হওয়ার এ গতির হার ২০২২ সালে ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে সর্বোচ্চ। যদিও পূর্বাঞ্চলীয় দোনেৎস্কে অবস্থিত সিভার্সক শহরের আশপাশের কিছু এলাকায় তাদের অগ্রগতি ধীর।

সূত্র- সিএনএন ও রয়টার্স

সর্বশেষ সংবাদ

সেনাসদস্যদের সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে হবে: সেনাপ্রধান

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাবাহিনীর সদস্যদের সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে হবে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে...

এই বিভাগের অন্যান্য সংবাদ