spot_img

পার্থ টেস্ট: অস্ট্রেলিয়াকে ২৯৫ রানে হারাল ভারত

অবশ্যই পরুন

ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে নাস্তানাবুদ হওয়ার পর তোপের মুখে পড়ে ছিল ভারত। এমন অবস্থায় অস্ট্রেলিয়ার সামনে তারা লড়াই করতে পারবে কি না, তা নিয়েও শঙ্কা ছিল প্রচুর। তবে সব শঙ্কা উড়িয়ে ২৯৫ রানের বিশাল জয়ে বোর্ডার-গাভাস্কার ট্রফি শুরু করল বুমরাহর দল। সিরিজের প্রথম ম্যাচেই দাপট দেখালো টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়াকে ২৯৫ রানে হারিয়ে ৫ ম্যাচ টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেলো সফরকারীরা।

অথচ পার্থে ম্যাচের প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হওয়া ভারত, তারাই কিনা অস্ট্রেলিয়াকে শেষমেশ হারাল হেসেখেলে। ভারতের দ্বিতীয় ইনিংসে জড়ো করা ৪৮৭ রানের পর ৫৩৪ রানের লক্ষ্যে স্বাগতিকরা গুটিয়ে যায় ২৩৮ রানে।

স্বাগতিক অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ১০৪ রানে গুটিয়ে যায়। দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিনেই ১২ রানে হারিয়েছিল ৩ উইকেট। চতুর্থ দিনের খেলা শুরু হতে না হতেই উইকেট হারায় স্বাগতিকরা। ৫.৩ ওভারে অজিদের স্কোর হয়ে যায় ৪ উইকেটে ১৭ রান। ৪ রান করা উসমান খাজাকে ষষ্ঠ ওভারের তৃতীয় বলে ফিরিয়েছেন মোহাম্মদ সিরাজ।

যদিও ছয় নম্বরে নামা ট্রাভিস হেড ব্যাটিং করতে থাকেন ওয়ানডে মেজাজে। ১০১ বলে ৮ চারে করেন ৮৯ রান। পঞ্চম ও ষষ্ঠ উইকেটে স্টিভ স্মিথ ও মিচেল মার্শের সঙ্গে ৬২ ও ৮২ রানের জুটি দুটি গড়তে অবদান রাখেন হেড। যেখানে ৩৯তম ওভারের পঞ্চম বলে হেডকে ফেরান জসপ্রীত বুমরা। হেড প্রথমে কাভার ড্রাইভ করার প্রস্তুতি নিলেও ভারতীয় পেসারের হঠাৎ লাফিয়ে ওঠা বলে শেষমেশ খোঁচা লাগিয়ে দিয়েছেন। উইকেটরক্ষক ঋষভ পন্ত খুব সহজেই তালুবন্দী করেছেন সেটা। এরপর আর কেউই তেমন কিছু করতে পারেননি।

এ জয়ে ৪৬ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিয়েছে এশিয়ার দলটি। অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে ভারতের সবচেয়ে বেশি ব্যবধানে জয়ের কীর্তি এটাই। এর আগে ১৯৭৮ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারত ২২২ রানে হারিয়েছিল অস্ট্রেলিয়াকে।

সর্বশেষ সংবাদ

জাতিসংঘের অধিবেশনে যোগ না দেয়ার সিদ্ধান্ত মোদির

শুল্কারোপ ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনার মধ্যেই জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ...

এই বিভাগের অন্যান্য সংবাদ