spot_img

বিগ ব্যাশ খেলার ছাড়পত্র পেলেন রিশাদ

অবশ্যই পরুন

প্রথম ও একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে স্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশে খেলেছিলেন সাকিব আল হাসান। এরপর আর কারো প্রতি আগ্রহ দেখায়নি টুর্নামেন্ট কর্তৃপক্ষ। তবে চলতি বছরের সেপ্টেম্বরে তাসমান পাড়ের দেশটি থেকে বাংলাদেশি এক ক্রিকেটের জন্য ভেসে এলো বড় সুসংবাদ। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশে ডাক পেয়েছেন রিশাদ হোসেন। লেগ স্পিনের শক্তিমত্তা বিবেচনায় বিগ ব্যাশের বেগুনি শিবির হোবার্ট হ্যারিকেন্সে ডাক পান এই বাংলাদেশি।

রিশাদ হোবার্ট হ্যারিকেন্সে ডাক পেলেও তার অংশগ্রহণ নিয়ে ছিল শঙ্কা। কারণ একই সময় জাতীয় দলের ঠাসা ব্যস্ত সূচি এবং পরবর্তীতে বিপিএল আসর। তবে শেষ পর্যন্ত সব শঙ্কা কাটিয়ে সুখবর মিলেছে এই স্পিন অলরাউন্ডারকে নিয়ে। আগামী ২১ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত হোবার্টে খেলার অনাপত্তিপত্র পেয়েছেন এই টাইগার লেগি।

বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএলে রিশাদের দল ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান। তিনি জানান, ‘রিশাদকে ছাড়পত্র দেয়া হয়েছে। ২৯ ডিসেম্বর সে বরিশাল দলে যোগ দিবে। আশা করি ভালো একটা অভিজ্ঞতা নিয়ে ফিরবে সে।’

টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্ট চলবে আগামী ১৫ ডিসেম্বর থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত। অর্থাৎ, শুরুর দিকে দুটি ম্যাচ (২১ ও ২৭ ডিসেম্বর) খেলার সুযোগ থাকছে রিশাদের সামনে।

হোবার্ট হারিকেন্স স্কোয়াড: ইয়ান চার্লিসলে, নিখিল চৌধুরী, টিম ডেভিড, প্যাডি ডুলি, ন্যাথান এলিস, পিটার হাজুগ্লু, শাই হোপ (ওয়েস্ট ইন্ডিজ), রিশাদ হোসেন (বাংলাদেশ), ক্যালেব জুয়েল, ক্রিস জর্ডান (ইংল্যান্ড), বেন ম্যাকডারমট, রাইলি মেরেডিথ, মিচ ওয়েন, ম্যাথু ওয়েড, চার্লি ওয়াকিম, ম্যাক রাইট।

হেড অব স্ট্র্যাটেজি : রিকি পন্টিং
কোচ : জেফ ভন

সর্বশেষ সংবাদ

দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত, নিহত ২৮

দক্ষিণ কোরিয়ার মুআন আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ে থেকে ছিটকে পড়ে একটি বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ