ইসরায়েলি হামলার জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে ইরান। এমনটা জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনেয়ির জ্যেষ্ঠ উপদেষ্টা আলি লারিজানি। গতকাল রোববার (২৪ নভেম্বর) ইরানের তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত এক সাক্ষাৎকারে আলি লারিজানি এ কথা বলেন। খবর রয়টার্স
গত ২৬ অক্টোবর ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে তিন দফায় বিমান হামলা চালায় ইসরায়েল। এই হামলার জবাব দেয়ার অঙ্গীকার করেছিল ইরান।
এর কয়েক সপ্তাহ আগে বদলা হিসেবে ইসরায়েলি ভূখণ্ডে প্রায় ২০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরান। এর জবাব হিসেবে ২৬ অক্টোবর ইরানে হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় ইরানের চারজন সেনা নিহত হয়।
আলি লারিজানি বলেন, ‘এটি এমন একটি ঘটনা যে, আমাদের সৈন্যদের সঠিক সিদ্ধান্ত নেয়ার অনুমতি দেয়া উচিত। আমি জানি তারা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে একাধিক উপায় নিয়ে ভাবছে।’ তিনি বলেন, বিষয়টি ইরানের জাতীয় স্বার্থের সঙ্গে সম্পর্কিত, তাই এ বিষয়ে ব্যাপক সতর্কতার সঙ্গে আগানো হচ্ছে।
গত ২৭ অক্টোবর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ি ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধ যথাযথ পদক্ষেপ নিতে প্রয়োজনীয় নির্দেশনা দেন।