spot_img

নির্বাচন কমিশন গঠন ও কমিশনারদের শপথের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির

অবশ্যই পরুন

সংস্কার ছাড়া নতুন নির্বাচন কমিশন গঠন ও কমিশনারদের নিয়োগসহ শপথ গ্রহণের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে জাতীয় নাগরিক কমিটি। রোববার (২৪ নভেম্বর) বিকেলে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানানো হয়।

শুরুতেই জাতীয় নাগরিক কমিটির মূখপাত্র সামান্তা শারমিন বলেন, সংস্কারের আগেই পূর্বের আইনের অধীনে নির্বাচন কমিশন গঠন যুক্তিযুক্ত হয়নি। এই রাষ্ট্রপতির অধীনে কারও নিয়োগ বৈধ হতে পারে না বলেও মন্তব্য করেন সামান্তা শারলিন।

এ সময় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারি সংস্কার রিপোর্ট আসার আগে সংস্কার কমিশনকে সময় দেয়ার আহ্বান জানান।

এর, গত বৃহস্পতিবার চতুর্দশ সিইসি হিসেবে এ এম এম নাসির উদ্দীন ও চারজন নির্বাচন কমিশনরকে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এবং চারজন কমিশনার শপথ গ্রহণ করেছেন। দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদেরকে শপথ পড়ান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

সর্বশেষ সংবাদ

ডেঙ্গুতে মৃত্যু নেই, নতুন রোগী ৬৭

গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে নতুন করে আর...

এই বিভাগের অন্যান্য সংবাদ