spot_img

ব্যাটারিচালিত রিকশা নিয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

অবশ্যই পরুন

ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধে উচ্চ আদালতের নির্দেশনার অপেক্ষায় আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (২৪ নভেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, হাইকোর্টের নির্দেশনা পেলে অটোরিকশা ইস্যুর সমস্যা সমাধানে মন্ত্রণালয় তা বাস্তবায়ন করবে। আন্দোলনকারীদের দাবি পর্যালোচনা করে সন্তোষজনক সমাধানের আশ্বাসও দেন তিনি।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে আরও উন্নতি হচ্ছে, যা কেউ অবনতির চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে।

তিনি বলেন, ভুয়া ও মিথ্যা মামলা যেন না হয় সে বিষয়ে পদক্ষেপ নেয়া হচ্ছে। এক্ষেত্রে কেউ যেন হয়রানির শিকার না হয়, এজন্য জেলা পর্যায়ে ডিসি ও এসপিদের নিয়ে কমিটি করা হচ্ছে।

উল্লেখ্য, ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে আইনশৃঙ্খলা ও সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্তদের নিয়ে কমিউনিটি পুলিশি তৈরি করা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

সর্বশেষ সংবাদ

ডেঙ্গুতে মৃত্যু নেই, নতুন রোগী ৬৭

গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে নতুন করে আর...

এই বিভাগের অন্যান্য সংবাদ