spot_img

হাসিনাসহ গুমের সঙ্গে জড়িতরা রাজনীতি করতে পারবে না: শফিকুল আলম

অবশ্যই পরুন

হাসিনাসহ গুমের সাথে যারাই যুক্ত ছিলেন তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবেন না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম।

আজ শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি জানান, অগ্রাধিকার দিয়ে প্রতিটি গুমের ঘটনার বিচার করবে অন্তর্বর্তী সরকার। অনুষ্ঠানে গুম থেকে ফিরে আসা ব্যক্তি এবং গুমের শিকার পরিবারের সদস্যরা আন্তর্জাতিক আইনের সাথে সামঞ্জস্য রেখে গুম আইন করার দাবি জানান।

কারো হাতে বাবার ছবি, কেউবা স্বামীর ছবি বুকে নিয়ে অপেক্ষা করছেন অশ্রুসজল নয়নে। ৫ আগস্ট নতুন সূর্য উদিত হলেও গুমের শিকার এসব পরিবারের জীবন এখনো ঘোর অমাবস্যার।

শুক্রবার বিকেলে জাতীয় জাদুঘরে বাংলাদেশ রিসার্চ এনালাইসিস এন্ড ইনফরমেশন নেটওয়ার্ক আয়োজিত ‘গুমের জবানবন্দি ও স্মৃতির প্রতিরোধ’ অনুষ্ঠানে গুমের শিকার পরিবারগুলো উপস্থিতি হন।

বিভীষিকাময় সেইসব দিনের স্মৃতিচারণ করেন আওয়ামী লীগ সরকারের আয়না ঘর থেকে ফিরে আসা ব্যক্তিরা। স্বজনদের ফেরানোর দাবি জানান গুমের শিকার পরিবারের সদস্যরা। মাস্টারমাইন্ড হিসেবে দায়ী করেন পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেন, অগ্রাধিকার দিয়ে প্রতিটি গুমের ঘটনার বিচার করবে সরকার। দ্রুত গতিতে কাজ করছে কমিশন।

এসময় পৃথিবীর কোথাও গুমের সাথে জড়িতরা রাজনীতিতে ফিরতে পারে না উল্লেখ করে বাংলাদেশেও শেখ হাসিনা রাজনীতি করতে পারবেন না বলে জানান প্রেস সেক্রেটারি।

এখন পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে সাড়ে ৩ হাজারের বেশি গুমের ঘটনার তথ্য প্রাপ্তির কথা জানান শফিকুল আলম। গুমের শিকার সবাইকে প্রতিবাদ জারি রাখার আহ্বান জানান তিনি।

সর্বশেষ সংবাদ

বোতল ও পলিথিন ব্যবহারে খাবারে মাইক্রোপ্লাস্টিক মিশে যাচ্ছে: পরিবেশ উপদেষ্টা

প্লাস্টিকের বোতল ও পলিথিনের ব্যবহারের কারণে খাবারে ও মায়ের দুধের সাথে মিশে যাচ্ছে মাইক্রোপ্লাস্টিক যা পরিবেশের পাশাপাশি মানবদেহের জন্য...

এই বিভাগের অন্যান্য সংবাদ