spot_img

নেতানিয়াহু-গ্যালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাকে ফিলিস্তিনিদের স্বাগত

অবশ্যই পরুন

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনিরা। এবার তা দ্রুত বাস্তবায়নের দাবি করেছে তারা।

অবশ্য আইসিসির এই পরোয়ানা গাজা পরিস্থিতিকে কতটুকু প্রভাবিত করবে তা নিয়ে সন্দিহানও অনেকে। অভিযোগ রয়েছে, এসব লোক দেখানো পদক্ষেপ। সত্যিকার অর্থে গ্রেফতার করা হবে না কাউকে।

এদিকে, আইসিসির এমন পদক্ষেপকে ‘প্রয়োজনীয়’ বলছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষ। তাদের ভাষ্য, দেরিতে হলেও সঠিক পদক্ষেপ নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালত। যুদ্ধাপরাধ যারা করেছেন সাজা তাদের প্রাপ্য।

এছাড়া একই অপরাধের দায়ে হামাসের শীর্ষ নেতা মোহাম্মাদ দেইফের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আইসিসি। যাকে বহু আগেই হত্যার দাবি করেছে ইসরায়েল।

সর্বশেষ সংবাদ

বোতল ও পলিথিন ব্যবহারে খাবারে মাইক্রোপ্লাস্টিক মিশে যাচ্ছে: পরিবেশ উপদেষ্টা

প্লাস্টিকের বোতল ও পলিথিনের ব্যবহারের কারণে খাবারে ও মায়ের দুধের সাথে মিশে যাচ্ছে মাইক্রোপ্লাস্টিক যা পরিবেশের পাশাপাশি মানবদেহের জন্য...

এই বিভাগের অন্যান্য সংবাদ