spot_img

গাজা-লেবাননে ইসরায়েলি হামলায় নিহত শতাধিক

অবশ্যই পরুন

গাজা-লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় প্রাণ গেছে ৮৮ ফিলিস্তিনির। খবর আনাদোলু এজেন্সির।

ইসরায়েলি বাহিনীর তাণ্ডব চলছে উত্তর গাজায়। সবচেয়ে ভয়াবহ হামলা হচ্ছে বেইত লাহিয়া ও শেখ রেদওয়ান এলাকায়। বেসামরিকদের বাড়িঘর লক্ষ্য করে চালানো হচ্ছে হামলা। বিধ্বস্ত হয়েছে বেশ কয়েকটি আবাসিক ভবন। ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছে অনেকে। প্রাণহানি আরও বাড়তে পারে বলে শঙ্কা করছে কর্তৃপক্ষ।

এদিকে, লেবাননেও চলছে বর্বরতা। তায়রে ও বালবেক এলাকায় নির্বিচারে চলছে বোমাবর্ষণ। ২৪ ঘণ্টায় হামলায় ৪৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও অনেকে।

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েল। চলমান এই হামলায় এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৪৪ হাজার ছাড়িয়েছে। আহত লাখো ফিলিস্তিনি।

অন্যদিকে, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত লেবাননে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে ৩ হাজার ৫৮৩ জন। আহত ১৪ হাজারের কাছাকাছি।

সর্বশেষ সংবাদ

ক্ষমতায় গেলে শিক্ষাব্যবস্থা সংস্কার ও দুর্নীতি নির্মূলের অঙ্গীকার জামায়াত আমিরের

ক্ষমতায় গেলে দেশের শিক্ষাব্যবস্থা সংস্কার ও দুর্নীতি নির্মূল জামায়াতে ইসলামী কাজ করবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। রোববার...

এই বিভাগের অন্যান্য সংবাদ