spot_img

তামিমের নেতৃত্বে এশিয়া কাপে বাংলাদেশ

অবশ্যই পরুন

চলতি মাসেই মাঠে গড়াচ্ছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের এবারের আসর। সংযুক্ত আরব আমিরাতে বসতে যাওয়া এই আসরের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যার নেতৃত্ব দেবেন আজিজুল হাকিম তামিম।

সবশেষ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শিরোপা জিতেছিল বাংলাদেশ। সেই শিরোপা ধরে রাখার মিশনে বৃহস্পতিবার (২১ নভেম্বর) ১৪ সদস্যের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে বিসিবি। অতিরিক্ত হিসেবে রাখা হয়েছে আরো চারজনকে।

আগামী ২৯ নভেম্বর থেকে মাঠে গড়াবে এবারের এশিয়া কাপ, ফাইনাল ৮ ডিসেম্বর। যেখানে বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। প্রতিপক্ষ হিসেবে যুবা টাইগাররা খেলবে শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেপালের সাথে। এ ছাড়া ‘বি’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, আরব আমিরাত ও জাপান।

টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই আফগানিস্তানের বিপক্ষে খেলবে আজিজুল হাকিম তামিমরা। দ্বিতীয় ম্যাচে ১ ডিসেম্বর বাংলাদেশ খেলবে নেপালের বিপক্ষে। আর ৩ ডিসেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে লঙ্কানদের বিপক্ষে খেলবে জুনিয়র টাইগাররা।

প্রতি গ্রুপ থেকে সেরা দুটি দল খেলবে শেষ চারে। ৬ ডিসেম্বর মাঠে গড়াবে টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল। টুর্নামেন্টের সবগুলো ম্যাচই হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও শারজাহতে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), রিফাত বেগ, আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), সামিউন বশির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, ইকবাল হাসান ইমন, রাফিউজ্জামান রাফি, ফরিদ হাসান ফয়সাল, মারুফ মৃধা, শিহাব জেমস, আশরাফুজ্জামান বরেণ্য, সাদ ইসলাম রাজিন।

অতিরিক্ত : কালাম সিদ্দিকী, শাহরিয়ার আজমীর, ইয়াসির আরাফাত, সানজিদ মজুমদার।

সর্বশেষ সংবাদ

বন্দি বিনিময় চুক্তিতে হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে ভারতের সঙ্গে যোগাযোগ করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছে বলে জানিয়েছেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ