spot_img

ইসরাইলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

অবশ্যই পরুন

ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োহাভ গালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খানের আবেদনের পরিপ্রেক্ষিতে এ পরোয়ানার জারি করা হয়েছে।

তিন বিচারকের প্যানেল নেতানিয়াহু ও গ্যালান্টের ওয়ারেন্ট জারি করার সর্বসম্মত সিদ্ধান্ত দেন। তারা বলেছেন, প্রসিকিউটরের অভিযোগ বিশ্বাসের যথেষ্ট যুক্তিসঙ্গত রয়েছে। নেতানিয়াহু ও গ্যালান্ট ইচ্ছাকৃতভাবে ও জেনেশুনে গাজার বেসামরিক মানুষকে বেঁচে থাকার প্রয়োজনীয় জিনিসপত্র- যেমন খাবার, পানি, ওষুধ, চিকিৎসা সেবা, বিদ্যুৎ ও জ্বালানি থেকে বঞ্চিত করেছেন।’

আদালত বলেছে, ‘২০২৩ সালের ৮ অক্টোবর থেকে অন্তত ২০২৪ সালের ২০ মে পর্যন্ত মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধ করায় বেঞ্জামিন নেতানিয়াহু এবং ইয়োহাভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো।’

ইসরাইল আন্তর্জাতিক অপরাধ আদালতের অভিযোগ প্রত্যাখ্যান ও গাজায় যুদ্ধাপরাধের বিষয়টি অস্বীকার করেছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, প্রাক-বিচারক চেম্বার আদালত ইসরাইলের চ্যালেঞ্জ প্রত্যাখ্যান করেছে এবং বেঞ্জামিন নেতানিয়াহু এবং ইয়োভ গ্যালান্টের জন্য ওয়ারেন্ট জারি করেছে।

মোহাম্মদ দেইফের জন্যও একটি পরোয়ানা জারি করা হয়েছিল, যদিও ইসরাইলি সামরিক বাহিনী বলেছে যে জুলাই মাসে গাজায় একটি বিমান হামলায় তিনি নিহত হয়েছেন।

এটা এখন আইসিসির ১২৪ সদস্য রাষ্ট্রের ওপর নির্ভর করবে যে তারা এই পরোয়ানা কার্যকর করবে কি না। ইসরাইল বা তার মিত্র, মার্কিন যুক্তরাষ্ট্র এর মধ্যে নেই।

সূত্র : দ্য গার্ডিয়ান, বিবিসি

সর্বশেষ সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফিতে একই গ্রুপে বাংলাদেশ, ভারত, পাকিস্তান

ভারত-পাকিস্তান দ্বন্দ্বের কারণে এখনো প্রকাশ পায়নি চ্যাম্পিয়নস ট্রফির সূচি। তবে ইএসপিএন ক্রিকইনফো প্রকাশ করেছে তার রূপরেখা। যেখানে দেখা যাচ্ছে,...

এই বিভাগের অন্যান্য সংবাদ