spot_img

অলরাউন্ডার মঈন আলী এখন ‘ডক্টর’

অবশ্যই পরুন

ইংলিশ অলরাউন্ডার মঈন আলীর খ্যাতি বিশ্বজুড়ে। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের নিয়মিত মুখ ছিলেন তিনি। মাঠের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও সমান গোছালো এই অলরাউন্ডার। ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলে অসামান্য অবদান রাখার জন্য তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেয়া হয়েছে। ইংল্যান্ডের কভেন্ট্রি বিশ্ববিদ্যালয় তাকে এই সম্মাননা দিয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) এক অনুষ্ঠানে কভেন্ট্রি ক্যাথেড্রালে মঈনকে এই সম্মাননা দেয়া হয়। ইংলিশ এই অলরাউন্ডারকে ডক্টরেট ডিগ্রি প্রদানের ব্যাখ্যায় কভেন্ট্রি বিশ্ববিদ্যালয়ের ভাষ্য, ‌‘ক্রিকেট খেলায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আমরা মঈন আলীকে সম্মানসূচক ডক্টরেট অব আর্টসে ভূষিত করছি। তাকে এই সম্মাননা জানাতে পেরে আমরা গর্বিত।’

মঈন আলীও এই সম্মাননা পেয়ে রোমাঞ্চিত। তিনি বলেন, ‘কভেন্ট্রি বিশ্ববিদ্যালয় আমাকে এই চমকপ্রদ সম্মানে ভূষিত করায় আমি রোমাঞ্চিত। এর অংশ হতে পারা দারুণ ব্যাপার। আমি সব সময় আমার সেরাটা দেয়ার চেষ্টা করেছি। এখন আমি ইংল্যান্ডের হয়ে খেলি না। তবে মানুষ আমার কাছে এসে বলে ‘‘তুমি যেভাবে খেলেছ, সেটা দেখেই আমার সন্তান খেলে।’’ এটাই খেলাধুলার সাফল্য।’

ইংল্যান্ডের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে খেলেছেন ২৯৮ ম্যাচ এই অলরাউন্ডার। যেখানে তার ব্যাট থেকে এসেছে ৬৬৭৮ রান। উইকেট নিয়েছেন ৩৬৬টি। দলকে নেতৃত্ব দিয়েছেন ১৩ ম্যাচে। তার সবচেয়ে বড় সাফল্য, ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপ জয়। এরপর ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতাতেও বড় ভূমিকা রাখেন মঈন।

সর্বশেষ সংবাদ

হংকংয়ে কয়েকটি বহুতল ভবনে আগুন, বহু হতাহতের শঙ্কা

হংকংয়ের একটি বহুতল আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় এখন পর্যন্ত ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর...

এই বিভাগের অন্যান্য সংবাদ