spot_img

ইসরায়েলি হামলায় গাজায় কমপক্ষে ৮৮ জন নিহত

অবশ্যই পরুন

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় বেইত লাহিয়া ও গাজা সিটির শেখ রেদওয়ান এলাকায় দুই দফা তাণ্ডবে নিহত হয়েছে কমপক্ষে ৮৮ জনের। খবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে আরও অনেকে। জরুরি বিভাগের কর্মী বা স্বেচ্ছাসেবীদের উদ্ধার তৎপরতায় বাধা দিচ্ছে ইসরায়েলি সেনারা। বেইত লাহিয়ায় কামাল আদওয়ান হাসপাতাল ঘিরে রেখেও চালানো হয়েছে হামলা। ভেতরে ওষুধ-চিকিৎসা সরঞ্জাম নিয়ে কেউ যেতে চাইলেও গুলি করছে নেতানিয়াহু বাহিনী।

এছাড়াও মধ্যগাজায় নুসেইরাত শরণার্থী শিবিরে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি স্কুলে হামলায় নিহত হয়েছে ছয়জন। খান ইউনিসে বাস্তুচ্যুতদের তাঁবু টার্গেট করে হামলা করা হয়েছে।

গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত ফিলিস্তিনে মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৩ হাজার ৯৮৫ জনে পৌঁছেছে। এছাড়াও এই হামলায় আহত হয়েছেন আরও ১ লাখ ৪ হাজার ৯২।

উল্লেখ্য, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘাত চলছে ইসরায়েলের। তবে গত সেপ্টেম্বর মাস থেকে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয়।

সর্বশেষ সংবাদ

শেষ ষোলোর আশা বাঁচিয়ে রাখতে রিয়ালের বড় জয়

নতুন রূপের চ্যাম্পিয়নস লিগে মানিয়ে নিতে খানিকটা কষ্ট হচ্ছিলো রিয়াল মাদ্রিদের। তবে সময়ের সাথে সাথে নিজেদের গুছিয়ে নিয়েছে তারা।...

এই বিভাগের অন্যান্য সংবাদ