spot_img

কথা রাখলো বিসিবি, বুঝিয়ে দিলো সাফজয়ীদের ২০ লাখ টাকা

অবশ্যই পরুন

কথা রাখলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাফজয়ী স্বর্ণকন্যাদের সম্মানিত করলো তারা। অধিনায়ক সাবিনার হাতে তুলে দেয়া হয়েছে ঘোষিত বিশ লাখ টাকা মূল্যের চেক।

গত মাসে নেপালের রঙ্গশালায় স্বাগতিকদের হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে বাংলাদেশ নারী ফুটবল দল। সাবিনাদের এমন অর্জন সমগ্র দেশবাসীর মতো মন কাড়ে বিসিবি’রও।

স্বর্ণাকন্যাদের গর্বে গর্বিত বিসিবি সভাপতি ফারুক আহমেদ খুশি হয়ে ২০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেন। ঘোষণা দেয়ার ২০দিন পর আজ পুরস্কারের টাকা বুঝে পেল মেয়েরা।

বুধবার পুরস্কারের টাকার চেক সাফজয়ী নারী দলের অধিনায়ক সাবিনা খাতুনের হাতে তুলে দেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন- বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিমও।

সাবিনার হাতে চেক তুলে দেয়ার পর ফারুক আহমেদ বলেন, ‘আপনারা জানেন যে আমরা সাফে চ্যাম্পিয়ন হয়েছি। এখানে ক্রিকেট, ফুটবল আলাদা কিছু না। পুরোটা মিলিয়েই স্পোর্টস। বাংলাদেশী হিসেবে আমরা অনেক বেশি গর্বিত। আরো বেশি খুশি কারণ, টানা দু’বার চ্যাম্পিয়ন হতে পেরেছে।’

‘এটা মোটেও ফ্লুক নয়। মেয়েরা সেটা প্রমাণ করেছে। আমাদের যেভাবে তারা গর্বিত করেছেন, তাদের আবার ধন্যবাদ জানাচ্ছি। আশা করবো, ফুটবল ফেডারেশনের নতুন সভাপতির নেতৃত্বে নারী ফুটবল আরো এগিয়ে যাবে’, যোগ করেন ফারুক।

এদিকে পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত অধিনায়ক সাবিনা খাতুন ধন্যবাদ দিয়েছেন বিসিবিকে। বলেন, ‘প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি ক্রিকেট বোর্ডের সকল সম্মানিত পরিচালকদের, বিশেষ করে বোর্ডের সভাপতিকে। গতবার সাফ চ্যাম্পিয়ন হওয়ার পরও ক্রিকেট বোর্ড আমাদের পাশে ছিলেন, এবারো তারা আছেন।’

তিনি আরো বলেন, ‘ক্রিকেট বোর্ডের এই বিষয়গুলো আমাদের অনুপ্রাণিত করে। সকল সেক্টর থেকে সবাই আমাদের যেভাবে মোটিভেট করে, সেটি আমাদের জন্য আনন্দের।’

সর্বশেষ সংবাদ

ভারত–পাকিস্তান ম্যাচের ভেন্যু জটিলতার যে সমাধান দিলেন শেহজাদ

রাজনৈতিক বৈরিতার জের ধরে লম্বা সময় ধরেই দ্বিপক্ষীয় সিরিজ খেলে ভারত-পাকিস্তান। দুই দেশের দেখাই হয় শুধুমাত্র এসিসি এবং আইসিসি...

এই বিভাগের অন্যান্য সংবাদ