spot_img

ট্রাম্পের উপস্থিতিতে স্টারশিপ রকেট উৎক্ষেপণ ইলন মাস্কের

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন তিনি। এরই মধ্যে নিজের প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়েছেন বেশ কয়েকজন কর্মকর্তাকে। সেই তালিকায় আছেন মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ও ধনকুবের ইলন মাস্কও। “ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি” দপ্তরের দায়িত্ব পেতে চলেছেন তিনি।

এবার ট্রাম্পের উপস্থিতিতে পরবর্তী প্রজন্মের স্টারশিপ রকেট পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে ইলন মাস্কের মহাকাশ সংস্থা স্পেস এক্স। মহাকাশ সংস্থাটির টেক্সাসের ব্রাউনসভিলের বোকা চিকা লঞ্চপ্যাড থেকে স্থানীয় সময় মঙ্গলবার (১৯ নভেম্বর) এ রকেট উৎক্ষেপণ করা হয়।

আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে এই তথ্য।

প্রতিবেদনে বলা হয়েছে, স্পেস এক্সের এটি ষষ্ঠ স্টারশিপ রকেটের পরীক্ষামূলক উৎক্ষেপণ। ট্রাম্প নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ উৎক্ষেপণ দেখেন।

স্পেস এক্স দাবি করেছে, তাদের পরীক্ষামূলক রকেট উৎক্ষেপণ সফল হয়েছে।

এই স্টারশিপ মহাকাশে যাওয়ার পর আবার পৃথিবীতে ফিরে আসবে। এ সময় এটিকে আবার যথাযথভাবে লঞ্চপ্যাডে ফিরিয়ে আনার কথা ছিল। এর আগে পঞ্চম দফার পরীক্ষার সময় প্রথমবার এ সাফল্য পেয়েছিল স্পেস এক্স। তবে পরে এ সিদ্ধান্ত থেকে সরে এসেছে স্পেস এক্স। মহাকাশযানটি সমুদ্রে পড়তে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

উল্লেখ্য, ইলন মাস্ক এবারের মার্কিন নির্বাচনে ট্রাম্পকে সমর্থন দেন এবং তার নির্বাচনী প্রচারণায় ১৩০ মিলিয়নেরও বেশি ডলার খরচ করেন।

সর্বশেষ সংবাদ

নির্বাচন পর্যবেক্ষণ মিশন মোতায়েন করবে ইউরোপীয় ইউনিয়ন

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে পর্যবেক্ষণ মিশন মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাতে জোটটির কূটনৈতিক...

এই বিভাগের অন্যান্য সংবাদ