spot_img

গাজায় জরুরি ত্রাণ পাঠাতে নিরাপত্তা পরিষদের আহ্বান

অবশ্যই পরুন

গাজায় ফিলিস্তিনিদের মানবিক পরিস্থিতির অবনতি হচ্ছে, এমন হুশিয়ারি জানিয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ জাতিসঙ্ঘের নিরাপত্তা কাউন্সিলের সদস্যরা জরুরি ভিত্তিতে সেখানে ত্রাণের প্রবাহ বাড়ানোর আহ্বান জানিয়েছে।

জাতিসঙ্ঘে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি গাজায় ত্রাণের প্রবাহ ‘বিশাল আকারে বাড়ানোর’ আহ্বান জানান। ওই অঞ্চলে বাস্তুচ্যুতির ফলে ২৩ লাখ বাসিন্দার বেশিভাগই মানবিক সঙ্কটে ভুগছেন এবং ক্রমশ পরিস্থিতির আরো অবনতি হচ্ছে।

সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোস্টে যুক্তরাজ্যে জাতিসঙ্ঘের সদর দফতর জানায়, ‘এই যুদ্ধে ইতোমধ্যে ৪০০ দিন অতিক্রান্ত হয়েছে। গাজায় ত্রাণ পৌঁছে দেয়া কঠিন করে তুলছে এমন ইসরাইলি বিধি-নিষেধের পক্ষে কোনো অজুহাত নেই। হামাসের এখনো পণবন্দীদের আটকে রাখার কোনো অজুহাত নেই। অবশ্যই এই যুদ্ধের অবসান ঘটাতে হবে। যাতে দুই-রাষ্ট্র সমাধানকে কেন্দ্র করে এই অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তির পথ উন্মুক্ত হয়।’

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, তারা ফিলিস্তিনি নাগরিকদের সার্বিক পরিস্থিতির উন্নয়নে ইসরাইলের নেয়া পদক্ষেপগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং ‘প্রতিদিনই’ ইসরাইলি নেতাদের সাথে আলোচনা করছেন।

জাতিসঙ্ঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা টমাস-গ্রিনফিল্ড সোমবার বলেন, ‘একদিকে আমরা যুদ্ধের অবসানের জন্য চাপ দিচ্ছি, আর একইসাথে ইসরাইলকে জরুরি ভিত্তিতে গাজার বিপর্যয়কর মানবিক পরিস্থিতির উন্নয়নে বাড়তি পদক্ষেপও নিতে বলছি।’

সূত্র : ভিওএ

সর্বশেষ সংবাদ

ফ্যাসিস্টদের মতো কারও ভয়েস কেড়ে নেয়া হবে না: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শেখ হাসিনার প্রত্যেকটা সংবাদ সম্মেলনে পর্যবেক্ষণ করা হবে, সেখানে কি হতো, কারা...

এই বিভাগের অন্যান্য সংবাদ