spot_img

২৯ বছরের সংসার ভাঙল এ আর রহমানের

অবশ্যই পরুন

অস্কারজয়ী সংগীত শিল্পী-সুরকার এ আর রহমান। ১৯৯৫ সালে বিয়ে করেছিলেন সায়রা বানুকে। দীর্ঘ ২৯ বছর একসঙ্গে কাটানোর পর বিচ্ছেদের পথে হাটছেন তারা। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য।

সায়রার আইনজীবী মঙ্গলবার (১৯ নভেম্বর) বিচ্ছেদের এ তথ্য জানান। তিনি বলেছেন, “বিয়ের অনেক বছর পর তারা একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। এই সম্পর্কে অনেক কিছু হওয়ার পর এই সিদ্ধান্ত এসেছে।”

আইনজীবী আরও বলেছেন, “গভীর ভালোবাসা থাকা সত্ত্বেও তারা দুজন দেখতে পেয়েছেন বিভিন্ন চিন্তা ও কঠিন বিষয় তাদের মধ্যে বড় দূরত্ব তৈরি করেছে। কিন্তু তাদের দুজনের কেউই এই দূরত্ব ঘোচাতে পারেননি।”

আইনজীবীর অনুরোধ, এই মুহূর্তে বিষয়টি নিয়ে কেউ যেন সায়রাকে বিব্রত না করেন। তিনি মানসিক বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। কারণ, দীর্ঘ দাম্পত্যে ইতি টানা সহজ নয়।

এ আর রহমান এবং সায়রা দম্পতির ঘরে খাতিজা, রাহিমা এবং আমিন নামের তিন সন্তান রয়েছে।

এদিকে এ আর রহমানের ছেলে আমিন ইনস্টাগ্রামে দেওয়া একটি পোস্টে লিখেছেন, “এই সময়টায় সবার কাছে ব্যক্তিগত গোপনীয়তা চাইছি।”

অপরদিকে এ আর রহমান লিখেছেন, তাদের আশা ছিল বিয়ের ৩০ বছর উদযাপন করবেন। কিন্তু সেটি হলো না।

সর্বশেষ সংবাদ

বিপদে মৃত্যু কামনা করা কি জায়েজ?

ক্ষণস্থায়ী পৃথিবী মুমিনের জন্য পরীক্ষার হলের মতো। পরকালে সফল হতে অবশ্যই এই পরীক্ষায় সফলকাম হতে হবে। এরপরই মিলবে কাঙ্ক্ষিত...

এই বিভাগের অন্যান্য সংবাদ