spot_img

নামের সঙ্গে দেশনায়ক-রাষ্ট্রনায়ক ব্যবহার না করতে তারেক রহমানের অনুরোধ

অবশ্যই পরুন

নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমার নামের সঙ্গে দেশনায়ক ও রাষ্ট্রনায়ক জাতীয় শব্দ ব্যবহার করবেন না।

মঙ্গলবার (১৯ নভেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত এক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা না হলে কোনও সংস্কারই কাজে আসবে না। আওয়ামী লীগের আমলে জবাবদিহিতা ছিল না বলেই গুম, খুন, অর্থপাচার, লুটপাট ও নিশি রাতের নির্বাচন হয়েছে। সবকিছুকে ঠিক করতে হলে সুষ্ঠু ভোটের বিকল্প নেই।

দেশে কোথাও একটা ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেছেন, দেশে কোথাও একটা ষড়যন্ত্র চলছে, এজন্য জনগণকে সচেতন করতে হবে। সঙ্গে থাকতে হবে, সঙ্গে রাখতে হবে জনগণকে।

বিএনপির ৩১ দফার বাইরে আরও ভালো সংস্কার প্রস্তাব এলে তা গ্রহণ করা হবে বলে এ সময় উল্লেখ করেন তারেক রহমান।

সর্বশেষ সংবাদ

প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মহাসচিবের সাক্ষাৎ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। আজ বুধবার (২২ জানুয়ারি) সুইজারল্যান্ডের...

এই বিভাগের অন্যান্য সংবাদ