spot_img

প্রতিরক্ষা সহযোগিতার ওপর জোর দিচ্ছে বাকু-তেহরান

অবশ্যই পরুন

ইরান ও আজারবাইজানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা দুই দেশের মধ্যে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেছেন।

গতকাল (সোমবার) রাজধানী তেহরানে ইরানের সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ রেজা আশতিয়ানি এবং আজারবাইজানের ডেপুটি চিফ অব স্টাফ মেজর জেনারেল ফরিদ আলিয়েভ দুই প্রতিবেশী দেশের মধ্যে সামরিক সহযোগিতা জোরদারের উপায় নিয়ে বৈঠক করেন। দুই দেশের মধ্যকার জয়েন্ট মিলিটারি অ্যান্ড ডিফেন্স কোঅপারেশন কমিশনের এটি ছিল চতুর্থ বৈঠক।

বৈঠকে রেজা আশতিয়ানি জোর দিয়ে বলেন, দু’দেশের মধ্যে গভীর সংযোগ দ্বিপক্ষীয় সহযোগিতার মাত্রা বাড়াতে অবদান রেখেছে।

ইরানি কর্মকর্তা বলেন, তার দেশের প্রতিরক্ষা ও পররাষ্ট্র নীতিতে আজারবাইজানের একটি ‘গুরুত্বপূর্ণ ও কার্যকর অবস্থান’ রয়েছে।

বৈঠকে জেনারেল ফরিদ আলিয়েভ দুই দেশের জনগণের মধ্যে অভিন্নতা এবং সংযোগের গভীর উদাহরণের কথা তুলে ধরেন। তিনি এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় দু’দেশের পক্ষ থেকে আরো সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।

সর্বশেষ সংবাদ

প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মহাসচিবের সাক্ষাৎ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। আজ বুধবার (২২ জানুয়ারি) সুইজারল্যান্ডের...

এই বিভাগের অন্যান্য সংবাদ