spot_img

ব্রাজিল ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট পদে নির্বাচন করবেন রোনালদো

অবশ্যই পরুন

২০০২ বিশ্বকাপ ফাইনাল। ৬০ মিনিট পার হয়েছে কিন্তু জার্মানির রক্ষণ ভাঙতে পারছে না ব্রাজিল। অবশেষে ৬৭ ও ৭৯ মিনিটে জোড়া গোল করে ব্রাজিলকে পঞ্চম ও সবশেষ বিশ্বকাপ ট্রফি এনে দেন রোনালদো নাজোরিও। ন্যাড়া মাথার এই কিংবদন্তি ব্রাজিলিয়ান কেবল এই ম্যাচই নয় অসংখ্যবার হয়েছেন ব্রাজিলের ত্রাতা।

সেই রোনালদো আবারও হতে চান ব্রাজিল দলের ত্রাতা। না অবসর ভেঙে মাঠে ফিরছে না তিনি। তবে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি হয়ে ব্রাজিল জাতীয় দলকে নতুন করে সাজাতে চান দ্যা ফেনোমেনন।

২০২২ বিশ্বকাপের পর থেকে ধুকছে ব্রাজিল ফুটবল দল। কোচ তিতে চাকরি ছাড়ার পর একাধিক কোচ বদলেছে কিন্তু ব্রাজিলের ভাগ্য ফেরেনি। কোপা আমেরিকার ব্যর্থতার পর এখন দরিভাল জুনিয়রের অধীনে বিশ্বকাপ বাছাই পর্বে ধুকছে সেলেসাওরা। ব্রাজিলের এই বেহাল দশার জন্য দায়ী করা হয় ফেডারেশন সভাপতি এনদালদো রদ্রিগেজকে। ফেডারেশনের অন্তঃকোন্দলের জন্য কথা দিয়েও ব্রাজিলের কোচের দায়িত্ব নেননি কার্লো আনচেলোত্তি।

জনপ্রিয় সংবাদমাধ্যম স্পোর্ত বলছে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও এবার হতে চান ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি। নির্বাচনে জয় পেলে জনপ্রিয় স্প্যানিশ কোচ ও সাবেক ক্লাব সতীর্থ পেপ গার্দিওলার হাতে ব্রাজিলের দায়িত্ব দিতে চান রোনালদো।

ব্রাজিল ফুটবল ফেডারেশনের বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে ২০২৬ সালের মার্চে। তবে সিবিএফের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৫ সালেই। ব্রাজিলের গণমাধ্যম বলছে, রোনালদো নির্বাচন করলে বিপাকে পড়বে আবারও সভাপতি হতে আগ্রহী রদ্রিগেজ।

সর্বশেষ সংবাদ

চীন সফরে যাওয়ার ঘোষণা শ্রীলংকার প্রেসিডেন্টের

আগামী বছরের জানুয়ারিতে চীন সফরে যাবেন শ্রীলংকার নতুন প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে। দীর্ঘ বিলম্বিত বিদেশি ঋণ কাঠামো পুনর্বিন্যাস শেষে...

এই বিভাগের অন্যান্য সংবাদ