প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচিত সরকারের ডিউরেশন চার বছর হোক। তা নিয়ে কাজ করা হবে। আল জাজিরার সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা তাই বলেছেন। এই বক্তব্য পুরোটা না শুনে অনেকে হেডলাইন দিয়ে দিচ্ছে। চার বছরের কথা কোথাও বলা হয়নি।
প্রেস সচিব বলেন, কারও ডিমান্ড ছিল পার্লামেন্ট চার বছর হোক। সেই প্রসঙ্গে কথা এসেছে। অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে তা নিয়ে কথা হয়নি। সোমবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব জানান প্রেস সচিব।
গণমাধ্যম সংস্কার কমিশনে কোনো মাঠকর্মী নেই কেন, এনজিও কর্মী ও কিছু মুজিববাদী লোক কেন আছে? এ প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, জিমি আমির অনেকদিন সাংবাদিকতা করেছেন। মোস্তফা সবুজ মাঠের সাংবাদিক। যাদের নেয়া হয়েছে তাদের সলিড ব্যাকগ্রাউন্ড আছে। মিডিয়া সংস্কারে তারা ভাল অবদান রাখতে পারবেন বলে আশাবাদ।
এসময় প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, সাংবাদিকদের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করায় কেউ ক্ষোভ প্রকাশ করছেন। দলীয় পরিচয় দিয়ে তদবির বন্ধে এটি করা হয়েছে। যেসব সাংবাদিক ক্ষুব্ধ হয়েছেন তারা আবার আবেদন করতে পারে। সরকার বিবেচনা করে দেখবে।