spot_img

মাঠের খেলায় না হলেও কোকেন নিয়ে শিরোনাম হলেন কিউই পেসার

অবশ্যই পরুন

মাঠের খেলায় তেমন একটা জ্বলে উঠতে না পারলেও কোকেন নিয়ে এবার শিরোনাম হলেন নিউজিল্যান্ডের পেসার ডগ ব্রেসওয়েল। নিষিদ্ধ মাদক কোকেন সেবনের দায়ে এক মাসের নিষেধাজ্ঞাও পেয়েছেন এই কিউই পেসার।

কিন্তু তার মধ্যেও এই পেসারের জন্য সুখবর হচ্ছে তিনি এই নিষেধাজ্ঞা কাটিয়ে উঠেছেন। স্পোর্টস ইন্টেগ্রিটি কমিশন এইবারই প্রথম ঘটনাটি সামনে আনলেন। গত জানুয়ারিতে ঘরোয়া টুর্নামেন্টে সুপার স্ম্যাশের এক ম্যাচের ঘটনা। সেন্ট্রাল ডিসট্রিকস-ওয়েলিংটন ফায়ারবার্ডসের ম্যাচ শেষে ডোপ টেস্ট করা হলে ইতিবাচক ফল পাওয়া যায়।

এতে তাকে তিন মাসের নিষেধাজ্ঞা দেয় কমিশন। তবে শর্তানুযায়ী চিকিৎসা কর্মসূচি সম্পন্ন করায় শাস্তি এক মাসে নেমে আসে। চলতি বছরের এপ্রিলে তা কার্যকর ধরা হয় বিধায় তা ইতিমধ্যে শেষ হয়। নিষেধাজ্ঞা পাওয়া সেই টি২০ ম্যাচে ২১ রানে ২ উইকেট ও ব্যাটিংয়ে ৩০ রান করে ম্যাচসেরা হয়েছিলেন ব্রেসওয়েল।

সঙ্গে সেই ম্যাচে ২টি ক্যাচও নেন ৩৪ বছর বয়সী অলরাউন্ডার। তার মাদক নেওয়ার বিষয়ে নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী স্কট ওয়েনিক বলেছেন, ‘ব্রেসওয়েল তার ভুল স্বীকার করে নিয়েছে। আমাদের প্রত্যাশার বিষয়ে সে সম্পূর্ণ সচেতন হওয়ায় আমরা তাকে সহায়তা চালিয়ে যাবো।’

উল্লেখ্য, ২০১১ সালে জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছিলো ব্রেসওয়েলের। এরপর তিন সংস্করণ মিলিয়ে ৬৯ ম্যাচ খেলেছেন তিনি। সর্বশেষ ২০২৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজেও ছিলেন তিনি।

যদিও কোকেন কাণ্ডের আগে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্য এক বছরের নিষেধাজ্ঞা পেয়েছিলেন ব্রেসওয়েল। এর আগেও দুইবার শাস্তির মুখোমুখি হয়েছিলেন তিনি।

সর্বশেষ সংবাদ

চীন সফরে যাওয়ার ঘোষণা শ্রীলংকার প্রেসিডেন্টের

আগামী বছরের জানুয়ারিতে চীন সফরে যাবেন শ্রীলংকার নতুন প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে। দীর্ঘ বিলম্বিত বিদেশি ঋণ কাঠামো পুনর্বিন্যাস শেষে...

এই বিভাগের অন্যান্য সংবাদ