spot_img

২০২৫ সালে ব্যাংক বন্ধ থাকবে ২৭ দিন

অবশ্যই পরুন

২০২৫ সালে সরকারি ছুটি উপলক্ষে দেশের ব্যাংকগুলো মোট ২৭ দিন বন্ধ থাকবে। এর মধ্যে আট দিন পড়েছে সাপ্তাহিক ছুটির (শুক্র ও শনিবার) সঙ্গে। বাংলাদেশ ব্যাংক রোববার (১৭ নভেম্বর) এ সংক্রান্ত তালিকা তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

চলতি বছরে ব্যাংকে ছুটি ছিল ২৪ দিন। আগামী বছরের তালিকা অনুযায়ী, প্রথম ছুটি হবে ১৫ ফেব্রুয়ারি (শনিবার) শবে বরাত উপলক্ষে। এরপর ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ব্যাংক বন্ধ থাকবে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্যাংকগুলো ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত পাঁচ দিন বন্ধ থাকবে। এর মধ্যে একটি সাপ্তাহিক ছুটি। ঈদুল আজহা উপলক্ষে ৫ থেকে ১০ জুন পর্যন্ত ছয় দিন ব্যাংক বন্ধ থাকবে, যার মধ্যে দুই দিন সাপ্তাহিক ছুটি।

অন্যান্য উল্লেখযোগ্য ছুটি:
– নববর্ষ: ১৪ এপ্রিল (সোমবার)
– মে দিবস: ১ মে (বৃহস্পতিবার)
– বুদ্ধপূর্ণিমা: ১১ মে (রোববার)
– আশুরা: ৬ জুলাই (রোববার)
– জন্মাষ্টমী: ১৬ আগস্ট (শনিবার)
– দুর্গাপূজা: ১ ও ২ অক্টোবর (বুধবার ও বৃহস্পতিবার)
– বিজয় দিবস: ১৬ ডিসেম্বর (মঙ্গলবার)
– বড়দিন: ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার)

গত বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন (১৭ মার্চ) এবং জাতীয় শোক দিবস (১৫ আগস্ট) উপলক্ষে ছুটি ছিল। তবে এ দুটি ছুটি সরকার নির্বাহী আদেশে বাতিল করেছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, শবে বরাত, শবে কদর, ঈদুল ফিতর, বুদ্ধপূর্ণিমা, ঈদুল আজহা, আশুরা ও ঈদে মিলাদুন্নবীর (সা.) ছুটি চাঁদ দেখার ওপর নির্ভর করবে।

কিছু সরকারি ছুটি রোববার বা বৃহস্পতিবার পড়ায় সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে ব্যাংক কর্মকর্তারা তিন থেকে চার দিনের লম্বা ছুটি পাবেন। বিশেষত মে দিবস, বুদ্ধপূর্ণিমা, আশুরা, বড়দিন এবং দুর্গাপূজার ছুটিতে টানা ছুটি উপভোগ করার সুযোগ থাকবে।

বাংলাদেশ ব্যাংকের এ ঘোষণায় ব্যাংক কর্মকর্তারা সন্তোষ প্রকাশ করেছেন। তবে গ্রাহকদের স্বাচ্ছন্দ্যে ব্যাংকিং সেবা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা নেওয়ারও তাগিদ দেওয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি বাহিনীর চলমান আগ্রাসনে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আরও ৪২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ২০০ জন। ফলে...

এই বিভাগের অন্যান্য সংবাদ