spot_img

অন্তর্বর্তী সরকারের মেয়াদ হতে পারে চার বছর: আল-জাজিরাকে ড. ইউনূস

অবশ্যই পরুন

অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছর হতে পারে বলে মন্তব্য করেছেন ড. মুহাম্মদ ইউনূস। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকারটি রোববার (১৭ নভেম্বর) প্রকাশিত হয়। আজারবাইজানের রাজধানী বাকুতে একটি জলবায়ু সম্মেলনের ফাঁকে এই মন্তব্য করেন তিনি।

ড. ইউনূস বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে চায়। তবে নির্বাচনের নির্দিষ্ট দিনক্ষণ এখনো নির্ধারণ করা হয়নি। তিনি বলেন, “জনগণ ও রাজনৈতিক দল যখনই চাইবে, তখনই নির্বাচন হবে। তারা যদি মনে করেন সংস্কারের প্রয়োজন নেই, তবে দ্রুত নির্বাচন দেওয়া হবে। আর যদি মনে করেন সংস্কার গুরুত্বপূর্ণ, তবে সে দিকেই এগোতে হবে।

তবে এ সরকার কোনো স্থায়ী সরকার নয়। স্বাভাবিকভাবে একটি সরকারের মেয়াদ চার থেকে পাঁচ বছর হয়ে থাকে। নতুন সংবিধানে মেয়াদ চার বছর করার বিষয়টি বিবেচনায় নেওয়া যেতে পারে, কারণ মানুষ দ্রুত অগ্রগতি চায়।”

সাক্ষাৎকারে ভারতে পলাতক আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা সম্পর্কেও মন্তব্য করেন ড. ইউনূস। তিনি দাবি করেন, হাসিনা ভারত থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন এবং এ বিষয়ে ভারতকে বাংলাদেশের অসন্তোষের কথা জানানো হয়েছে।

ড. ইউনূস বলেন, “আমরা হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করব।”

ড. ইউনূস আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, জীবনসায়াহ্নে তার এ ধরনের কোনো ইচ্ছা নেই। তিনি নির্বাচনে অংশ নেবেন না। তিনি রাজনীতিক নন।

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ নিয়ে ড. ইউনূস বলেন, নির্যাতনের কারণ ধর্ম নয় বরং রাজনৈতিক দল। “যারা নির্যাতনের শিকার, তাদের বেশিরভাগই আওয়ামী লীগের সমর্থক। এ কারণে তাদের ওপর ক্ষোভ রয়েছে। তবে ব্যাপক সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ ভারতীয় গণমাধ্যমের প্রপাগান্ডা ছাড়া কিছুই নয়,” তিনি বলেন।

জলবায়ু সংকট প্রসঙ্গে ড. ইউনূস বলেন, “বিচ্ছিন্নভাবে প্রকল্প গ্রহণ করে এ সমস্যা সমাধান করা সম্ভব নয়। সমস্যার সমাধানে মানুষের জীবনধারায় পরিবর্তন আনতে হবে।”

সর্বশেষ সংবাদ

ট্রাইব্যুনালকে চ্যালেঞ্জ করে জিয়াউলের আবেদন খারিজ

জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত অপরাধ বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের এখতিয়ার চ্যালেঞ্জ করে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক...

এই বিভাগের অন্যান্য সংবাদ