spot_img

ট্রাম্পের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি চীনা প্রেসিডেন্টের

অবশ্যই পরুন

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। শনিবার (১৬ নভেম্বর) বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনার সময় এ কথা বলেন তিনি। রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

শনিবারের আলোচনায় সাইবার অপরাধ থেকে বাণিজ্য, তাইওয়ান, দক্ষিণ চীন সাগর এবং রাশিয়া ইস্যুসহ বিভিন্ন বিষয় তাদের আলোচনায় উঠে এসেছে। সে সময় জিনপিং জানিয়েছেন, নতুন মার্কিন প্রশাসনের সঙ্গে কাজ করবে চীন।

শি জিনপিং বাইডেনকে বলেন, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পরেও চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে একটি স্থিতিশীল সম্পর্ক রাখার বিষয়ে চীনের লক্ষ্য অপরিবর্তিত রয়েছে।

এসময় বিদায়ী মার্কিন প্রেসিডেন্টকে চীনা প্রেসিডেন্ট, যোগাযোগ বজায় রাখতে, সহযোগিতা বাড়াতে বলেন। এবং একইসঙ্গে নিজেদের মধ্যে বিভেদ সামলে চলার বিষয়ে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সঙ্গে কাজ করতে চীন প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

বাইডেন শি জিনপিংকে বলেছেন, তারা সব সময় সব বিষয়ে একমত না হলেও নিজেদের মধ্যে অকপট ও খোলাখুলি আলোচনা হয়েছে।

এদিকে ট্রাম্প এরই মধ্যে প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি যুক্তরাষ্ট্রে চীনা পণ্য আমদানির ওপর ৬০ শতাংশ শুল্ক আরোপ করবেন। এটা তার ‘আমেরিকা ফার্স্ট’ বাণিজ্য নীতির অংশ। তবে এসব পদক্ষেপের বিরোধিতা করেছে চীন।

শুধু শুল্ক আরোপের ঘোষণা দিয়েই থামছেন না ট্রাম্প। তিনি চীনের বিষয়ে কঠোর মনোভাবসম্পন্ন ব্যক্তিদেরও নিজের প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে যাচ্ছেন। এসব ব্যক্তির মধ্যে মার্কো রুবিওকে পররাষ্ট্রমন্ত্রী ও মাইক ওয়াল্টজকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করার পরিকল্পনা অন্যতম।

উল্লেখ্য, পেরুর রাজধানী লিমার একটি হোটেলে বাইডেন-জিনপিংয়ের মধ্যে বৈঠক হয়েছে। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) সম্মেলন উপলক্ষে বর্তমানে তারা লিমায় অবস্থান করছেন।

সর্বশেষ সংবাদ

চীন সফরে যাওয়ার ঘোষণা শ্রীলংকার প্রেসিডেন্টের

আগামী বছরের জানুয়ারিতে চীন সফরে যাবেন শ্রীলংকার নতুন প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে। দীর্ঘ বিলম্বিত বিদেশি ঋণ কাঠামো পুনর্বিন্যাস শেষে...

এই বিভাগের অন্যান্য সংবাদ