যুক্তরাষ্ট্রের তৈরি করা ৩শ’ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্রের প্রথম চালান তাইওয়ানে পৌঁছেছে। শনিবার (১৭ নভেম্বর) সংবাদমাধ্যম ডিফেন্স পোস্ট এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, তাইওয়ান যুক্তরাষ্ট্র থেকে যে এমজিএম-১৪০ আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম (এটিএসিএমএস) কিনেছে। সেই ক্রয়াদেশের প্রথম চালান সম্প্রতি পৌঁছেছে।
এটিএসিএমএস একটি সুপারসনিক (শব্দের গতির চেয়ে কয়েকগুণ বেশি গতি সম্পন্ন) ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল। এটি প্রথমে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রতিষ্ঠান লিং-টেমকো-ভট তৈরি করেছিল। বর্তমানে এটি বিক্রি করছে লকহিড মার্টিন।
এ ক্ষেপণাস্ত্রের দীর্ঘতম পাল্লা ৩শ’ কিলোমিটার। এটি এম-২৭০ মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম (এমএলআরএস) এবং এম-১৪২ হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (হিমার্স) থেকে ছোড়া যায়।
তাইওয়ানের প্রতিরক্ষাবিষয়ক গবেষক সু জি-ইউন বলেছেন, ‘এই ক্ষেপণাস্ত্র সিস্টেম তাইওয়ানের সামরিক সক্ষমতা বাড়াবে। চীনের হামলা মোকাবিলায় এটি কার্যকর ভূমিকা রাখবে। প্রয়োজন হলে এটি চীনের অভ্যন্তরেও লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে।’