spot_img

সাফা বিপিএ গোল্ড অ্যাওয়ার্ড পেলো আইডিএলসি ফাইন্যান্স

অবশ্যই পরুন

সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) এর ‘বেস্ট প্রেজেন্টেড অ্যানুয়াল রিপোর্ট (বিপিএ) অ্যাওয়ার্ড-২০২৩’ পেলো দেশের আর্থিক খাতের অন্যতম প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স পাবলিক লিমিটেড কোম্পানি (পিএলসি)। মঙ্গলবার (১২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এই তথ্য জানায়।

এতে বলা হয়েছে, সোমবার (১১ নভেম্বর) শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে আয়োজিত অনুষ্ঠানে আইডিএলসি ফাইন্যান্সকে এই সম্মানজনক পুরস্কারে ভূষিত করা হয়।

দক্ষিণ এশীয় অঞ্চলের দেশগুলোর আর্থিক প্রতিষ্ঠানগুলোর ফাইন্যান্সিয়াল রিপোর্টিং প্রকাশে দক্ষতার সম্মানজনক স্বীকৃতি হিসেবে সাফা বিপিএ অ্যাওয়ার্ড দেয়া হয়। পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠানগুলোর আর্থিক বিবরণী প্রকাশে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাপকাঠি হিসেবেও দেখা হয় এই পুরস্কারকে।

সার্কভুক্ত আটটি দেশের আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলোর মধ্যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিংয়ের (আর্থিক বিবরণী) ক্ষেত্রে অসাধারণ দক্ষতা দেখানোয় পুরস্কার হিসেবে প্রথম স্থান অর্জনের মাধ্যমে স্বর্ণপদক লাভ করে আইডিএলসি ফাইন্যান্স।

উল্লেখ্য, আইডিএলসির বিপিএ গোল্ড অ্যাওয়ার্ড প্রাপ্তি প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক মান অনুযায়ী ফাইন্যান্সিয়াল রিপোর্টিং প্রণয়নের ক্ষেত্রে প্রতিষ্ঠানের আন্তরিকতাকে তুলে ধরে, যা একটি বিশ্বস্ত আর্থিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠানের সুনামকে আরও জোরদার করে বলেও উল্লেখ করা হয় প্রেসবিজ্ঞপ্তিতে। পাশাপাশি সাফা’র এই স্বীকৃতি ফাইন্যান্সিয়াল রিপোর্টিংয়ের ক্ষেত্রে আইডিএলসি ফাইন্যান্সের অগ্রগামিতাকে আরও শক্তিশালী করবে বলেও উল্লেখ করা হয়।

সর্বশেষ সংবাদ

আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনালে শিবিরের ৭ নেতাকর্মীর অভিযোগ

গুম, পঙ্গু করে দেয়া ও হত্যাচেষ্টার অভিযোগে আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন ইসলামী ছাত্রশিবিরের ৭ জন নেতাকর্মী। রোববার...

এই বিভাগের অন্যান্য সংবাদ