spot_img

হাঙ্গেরির জালে ৪ গোল দিয়ে কোয়ার্টারে নেদারল্যান্ডস

অবশ্যই পরুন

ম্যাচের তখন সপ্তম মিনিট। হঠাৎ খিচুনিতে ডাগআউটে লুটিয়ে পড়েন হাঙ্গেরির সহকারী কোচ আদাম সাজালাই। সেখানেই চলতে থাকে প্রাথমিক চিকিৎসা। এরপর দ্রুত হাসপাতালে নেওয়া হয় তাকে। পরে জানানো হয় সুস্থ আছেন সাজলাই।

 নেদারল্যান্ডসের বিপক্ষে হাঙ্গেরির ম্যাচটা অবশ্য হয়ে পরেছিল অনিশ্চিত। শেষ পর্যন্ত হাঙ্গেরির ফুটবলাররা রাজি হন ম্যাচটা খেলতে। শনিবার সেই ম্যাচ ৪-০ গোলে জিতে উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল ডাচরা। একটি করে গোল ওয়াগহোর্সট, কোডি গাকপো, ডানজিল ডেমফ্রিস ও টিউন কোপমেইনারসের।

লিগ ‘এ’র গ্রুপ এ-৩’এর অপর ম্যাচে জার্মানি ৭-০ গোলে বিধ্বস্ত করেছে বসনিয়াকে। দুবার করে বল জালে পাঠিয়েছেন টিম ক্লাইনডিন্সট ও ফ্লোরিয়ান ভিরৎজ। অন্য তিন গোল জামাল মুসিয়ালা, কাই হাভার্টজ ও লেরয় সানের।

ম্যাচ শেষে জার্মান কোচ ইউলিয়ান নাগালসমানের সন্তুষ্টি, ‘‘আমরা পজেশন ধরে রেখে দ্রুতগতির ফুটবল খেলতে চেয়েছিলাম। সেটা পেরেছি, সাতটা গোলও করেছি। কেউ চোট না পাওয়ায় আরও খুশি আমি।’’

আগেই শেষ আট নিশ্চিত করা জার্মানির পয়েন্ট ৫ ম্যাচে ১৩। এই বড় জয়ে নকআউটে প্রতিপক্ষদের বার্তা দিয়ে রাখল তারা। নেদারল্যান্ডসের পয়েন্ট ৮, হাঙ্গেরির ৫ আর বসনিয়ার ১।

অপর ম্যাচে আইসল্যান্ড ২-০ গোলে হারিয়েছে মন্টেনেগ্রোকে। আর সুইডেন ২-০ গোলে হারিয়েছে ১০ জনে পরিণত হওয়া স্লোভাকিয়াকে।

সর্বশেষ সংবাদ

বিপদে মৃত্যু কামনা করা কি জায়েজ?

ক্ষণস্থায়ী পৃথিবী মুমিনের জন্য পরীক্ষার হলের মতো। পরকালে সফল হতে অবশ্যই এই পরীক্ষায় সফলকাম হতে হবে। এরপরই মিলবে কাঙ্ক্ষিত...

এই বিভাগের অন্যান্য সংবাদ