spot_img

এবার নাগিন হয়ে ‍সামনে আসবেন শ্রদ্ধা!

অবশ্যই পরুন

এই মুহূর্তে ‘স্ত্রী ২’-এর সফলতায় ভাসছেন শ্রদ্ধা কাপুর। মাত্র ৬০ কোটি রুপি বাজেটের সিনেমাটি আয় করেছে ৯০০ কোটি রুপির বেশি। শুধু তাই নয়, ভারতের বক্স অফিসে ভেঙে দিয়েছে ‘পাঠান’, ‘জওয়ান’-এর আয়ের রেকর্ডও। বর্তমানে হিন্দি চলচ্চিত্রে সর্বোচ্চ আয় করা সিনেমাটি এটি।

এতে মূল ভূমিকায় অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর। স্ত্রী পর্ব চুকিয়ে এবার নাগিন হতে চলেছেন শ্রদ্ধা। শ্রদ্ধাকে নাগিন হিসেবে পর্দায় হাজির করবেন নির্মাতা নিখিল দ্বিবেদি। শিগগিরই শুরু হবে এর শুটিং।

নির্মাতা জানিয়েছেন, এই ছবি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত শ্রদ্ধা। নিখিল বলেন, ‘সিনেমাটির জন্য আমি প্রথমে শ্রদ্ধার কথাই ভেবেছি। যখন তাকে প্রস্তাব দিলাম, সে মুহূর্তেই রাজি হয়ে গেল। শুটিংয়ের জন্য উন্মুখ হয়ে আছে শ্রদ্ধা। আমার চিত্রনাট্যও প্রস্তুত।’

এতে সাপের ভূমিকায় দেখা যাবে শ্রদ্ধাকে। যে তার চেহারা পরিবর্তন করতে পারে। অতীতে এমন আঙ্গিকের অনেক সিনেমা হয়েছে। তবে বর্তমান সময়ের কথা মাথায় রেখেই ‘নাগিন’ বানাবেন নিখিল।

সিনেমাটিতে শ্রদ্ধার সঙ্গে আর কে কে থাকবেন, তা জানানো হয়নি।

এদিকে ‘স্ত্রী ২’র সাফল্যের রেশ ধরেই শ্রদ্ধা জানিয়েছেন, সিনেমাটির তৃতীয় কিস্তি আসবে। এতেও বরাবরের মতো থাকবেন রাজকুমার রাও, অপরশক্তি খুরানা, অভিষেক ব্যানার্জি প্রমুখ। সঙ্গে নতুন মুখও যুক্ত হবে। অক্ষয় কুমারও থাকবেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

সর্বশেষ সংবাদ

চীন সফরে যাওয়ার ঘোষণা শ্রীলংকার প্রেসিডেন্টের

আগামী বছরের জানুয়ারিতে চীন সফরে যাবেন শ্রীলংকার নতুন প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে। দীর্ঘ বিলম্বিত বিদেশি ঋণ কাঠামো পুনর্বিন্যাস শেষে...

এই বিভাগের অন্যান্য সংবাদ