spot_img

বঙ্গোপসাগরে চীন, ভারত ও যুক্তরাষ্ট্রের স্বার্থ রয়েছে, রোহিঙ্গা ইস্যুতে পররাষ্ট্র উপদেষ্টা

অবশ্যই পরুন

বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, রোহিঙ্গা সংকটের সমাধানে বাংলাদেশের প্রধান প্রতিবেশী দেশগুলো আশানুরূপ সমর্থন দেয়নি। তিনি জানান, ‘আট বছরে বড় প্রতিবেশীদের কাছ থেকে আমরা যতটা সমর্থন আশা করেছিলাম, তা আমরা পাইনি।’

শনিবার (১৬ নভেম্বর) ঢাকায় এক হোটেলে ‘বে অব বেঙ্গল সংলাপ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। তৌহিদ হোসেন বলেন, ‘প্রশ্ন আসে, চীন কেন বাংলাদেশের পক্ষে রোহিঙ্গা সমস্যা সমাধানে এগিয়ে আসছে না? এর পেছনে কারণ হল, বঙ্গোপসাগরের জন্য মিয়ানমার চীনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইভাবে ভারতও মনে করে, কালাদান প্রকল্পের জন্য মিয়ানমারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা জরুরি।’

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘বাংলাদেশ আজ এক ধরনের প্রতিযোগিতামূলক ভূ-রাজনৈতিক স্বার্থের আবর্তে আটকে পড়েছে। আমি কাউকে দোষারোপ করতে চাই না, সবাই নিজেদের স্বার্থ অনুসরণ করছে। তবে রোহিঙ্গা ইস্যুতে আমাদের স্বার্থের সঙ্গে কারও স্বার্থ মেলে না, যার কারণে এই সংকট দীর্ঘায়িত হচ্ছে এবং তার শেষ কোথায় তা বলা কঠিন।’

তিনি জানান, রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধান সম্ভাবনা খুবই কম। ‘এটি খুব সহজে এবং দ্রুত সমাধান হবে না’- মন্তব্য করে তৌহিদ হোসেন বলেন, ‘তবে আমি একটি বিষয় উল্লেখ করতে চাই, যদি এই সমস্যার সমাধান না হয়, তাহলে এটি শুধুমাত্র বাংলাদেশের জন্য নয়, পুরো বিশ্ব জন্য একটি বড় সমস্যা হয়ে উঠবে।’

বিশেষত রোহিঙ্গা তরুণদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘যেসব তরুণদের ভবিষ্যৎ নেই, তারা অলসভাবে বসে থাকবে এবং অন্যদের কর্মকাণ্ড দেখবে, এটা হতে পারে না। এক সময় তাদের হতাশা বেড়ে যাবে এবং তারা শুধু বাংলাদেশ নয়, আমাদের প্রতিবেশী এবং অন্যান্য দেশগুলোর জন্যও গুরুতর সমস্যা হয়ে দাঁড়াবে।’

এ সময়, তৌহিদ হোসেন আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে, কারণ রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশ নয়, পুরো দক্ষিণ এশিয়া এবং বিশ্বের জন্য একটি নিরাপত্তা ঝুঁকি হয়ে উঠতে পারে।

সর্বশেষ সংবাদ

সশস্ত্রবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরও ৬০ দিন

বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর ওপরের সমপদমর্যাদার কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরো দুই মাস (৬০...

এই বিভাগের অন্যান্য সংবাদ