spot_img

পাকিস্তানকে হতাশ করে এক ম্যাচ আগেই সিরিজ জয় অস্ট্রেলিয়ার

অবশ্যই পরুন

ওয়ানডেতে দোর্দণ্ড প্রতাপে সিরিজ জিতে নিয়েছিল পাকিস্তান। তবে টি-টোয়েন্টিতে যেন মুদ্রার উল্টো রূপ দেখেছে মোহাম্মদ রিজওয়ানের দল। এক ম্যাচ হাতে রেখেই স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে হেরেছে সিরিজ।

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে শনিবার মুখোমুখি হয় অস্ট্রেলিয়া ও পাকিস্তান। যেখানে অজি পেসার স্পেন্সার জনসনের তোপে ১৩ রানে হেরেছে সফরকারীরা। এর আগে প্রথম ম্যাচেও হেরেছিল পাকিস্তান।

এদিন টসে জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। যা তাড়া করতে নেমে ১৯.৪ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১৩৪ রানে থামে পাকিস্তান। স্পেন্সার জনসন ২৬ রানে নেন ৫ উইকেট।

শুরুর মন্থর ব্যাটিং-ই মূলত ম্যাচ থেকে পাকিস্তানকে পিছিয়ে দেয়। বিশেষ করে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ২৬ বলে খেলেন ১৬ রানের ইনিংস। তাছাড়া বাবর আজম ৩ বলে ৩ ও সাহিবজাদা ফারহান আউট হন ১০ বলে ৫ রান করে। প্রথম বলেই ফেরেন সালমান।

প্রথম ১০ ওভারে ৪৪ রানে ৪ উইকেট হারায় পাকিস্তান। তাতে পরের ১০ ওভারে প্রয়োজন পড়ে ১০৪ রান। যদিও কঠিন সমীকরণ, তবুও জয়ের আশা জাগিয়েছিলেন উসমান খান ও ইরফান খান। কিন্তু শেষ পর্যন্ত তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়।

৩৮ বলে উসমান খানের ৫২ ও ইরফান খানের ২৮ বলে ৩৭ রানের অপরাজিত ইনিংস সম্ভাবনা জাগালেও যথেষ্ট হয়নি জয়ের জন্য। বাকিদের কেউ দেখা পায়নি দুই অংকের ঘর। জনসনের ৫ উইকেটের সাথে জোড়া উইকেট নেন এডাম জাম্পা।

এর আগে ম্যাথু শর্ট ও জেইক ফ্রেজার-ম্যাগার্কের উদ্বোধনী জুটিতে ৩.৩ ওভারেই অজিরা তুলে ফেলেছিল ৫২ রান। চতুর্থ ওভারের চতুর্থ বলে ফ্রেজার-ম্যাগার্কের (৯ বলে ২০ রান) বিদায়ের পরই রান তোলার গতি হারায় অস্ট্রেলিয়া।

এরপর ১৬.২ ওভারে ১০০ রানও তুলতে পারেনি দলটি। ম্যাথু শর্ট ফেরেন ১৭ বলে ৩২ রানে। দ্রুত হারায় গ্লেন ম্যাক্সওয়েল (২১), স্টয়নিস (১৪) ও টিম ডেভিডের (১৮) উইকেট। এরপর ১৪৭ পর্যন্ত যেতে পারে অ্যারন হার্ডির ২৩ বলে ২৮ রানের কল্যাণে।

বল হাতে দারুণ করেন হারিস রউফ। হারিস ২২ রানে ৪ ও আব্বাস আফ্রিদি ১৭ রানে নেন ৩ উইকেট। স্পিনার সুফিয়ান মুকিমের শিকার ২১ রানে জোড়া উইকেট।

সর্বশেষ সংবাদ

চীন সফরে যাওয়ার ঘোষণা শ্রীলংকার প্রেসিডেন্টের

আগামী বছরের জানুয়ারিতে চীন সফরে যাবেন শ্রীলংকার নতুন প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে। দীর্ঘ বিলম্বিত বিদেশি ঋণ কাঠামো পুনর্বিন্যাস শেষে...

এই বিভাগের অন্যান্য সংবাদ