spot_img

লাইভ শোয়ে স্টেজে উঠার আগ মুহূর্তে শিল্পী দিলজিতকে লিগ্যাল নোটিশ

অবশ্যই পরুন

ভারতের তারকা সংগীতশিল্পী ও গীতিকার দিলজিৎ দোসাঞ্জের ‘দিল-লুমিনাটি’ কনসার্ট চলছে। আর শুক্রবার (১৫ নভেম্বর) হায়দরাবাদে সেই শোয়োর ঠিক আগ মুহূর্তেই লিগ্যাল নোটিশ পাঠানো হলো তাকে। স্টেজে উঠে শ্রোতাদের সামনে গান গাওয়ার আগ মুহূর্তে কেনই বা নোটিশ করা হলো গায়ককে, সেটিই এখন প্রশ্ন।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, লিগ্যাল নোটিশের মাধ্যমে গায়ক দিলজিৎ দোসাঞ্জকে জানানো হয়েছে―কনসার্টে যেন এমন কোনো গান পরিবেশনা করা না হয়, যেখানে বা যে গানটির মাধ্যমে অ্যালকোহল, ড্রাগ বা কোনো ধরনের হিংসা-বিশৃঙ্খলার উস্কানির সম্ভাবনা থাকে।

চণ্ডীগড়ের এক প্রোফেসর, পণ্ডিতরাও ধরেনাওয়ারের অভিযোগের ভিত্তিতে নোটিশ করা হয়েছে গায়ককে। অভিযোগে তিনি জানিয়েছেন, শোয়ে যেন এ ধরনের কোনো গান না গাওয়া হয়।

রাঙ্গারেড্ডি জেলার নারী ও শিশু, প্রতিবন্ধী এবং প্রবীণ নাগরিক কল্যাণ দপ্তরে জেলা কল্যাণ কর্মকর্তার গত ৭ নভেম্বরের জারিকৃত নোটিশ অনুযায়ী, অভিযোগকারী ব্যক্তি প্রমাণ হিসেবে একটি ভিডিও জমা দিয়েছেন। যেখানে দেখা যাচ্ছে, অ্যালকোহল, মাদক ও হিংসার প্রচারে গান করছেন দিলজিৎ। ভিডিওটি রেকর্ড করা হয়েছে গত ২৬ ও ২৭ অক্টোবর দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে লাইভ শো চলাকালীন।

নোটিশে বলা হয়েছে, আমরা আগে থেকেই এই নোটিশ জারি করছি যাতে আপনার লাইভ শোয়ে এ ধরনের কোনো প্রচারণা না হয়। একইসঙ্গে স্টেজে কোনো শিশুকেও তুলতে নিষেধ করা হয়েছে। বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযাীয়, প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ১৪০ ডেসিবেলের বেশি শব্দ ক্ষতিকারক, শিশুদের ক্ষেত্রে সেই মাত্রা ১২০ ডেসিবেল। এ জন্য লাইভ শো চলাকালীন স্টেজে শিশুদের তোলা যাবে না। কারণ, এ সময় স্টেজে শব্দের মাত্রা ১২০-এর বেশি থাকে।

এছাড়াও নোটিশে বলা হয়েছে, আপনার কনসার্ট গাইডলাইনে উল্লেখ আছে, ১৩ বছরের কম বয়সীরা প্রবেশ করতে পারবে। আরও লেখা আছে যে কনসার্টে জোরে শব্দ ও আলোর ঝলকানি থাকবে। আর এসব উভয়ই শিশুদের জন্য ক্ষতিকর।

উল্লেখ্য, পাঞ্জাবি গায়ক দিলজিতের বিরুদ্ধে প্রায়ই ‘গান কালচার’ অর্থাৎ বন্দুকের ব্যবহারকে প্রচারণার অভিযোগ উঠে। শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাতটায় শো আছে তার। এতে প্রায় ২০ হাজারের বেশি দর্শক থাকার সম্ভাবনা রয়েছে। নিরাপত্তাজনিত কারণে ট্রাফিক ও অপরাধ সংক্রান্ত ব্যাপারে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

অস্ট্রেলিয়ায় শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম

অস্ট্রেলিয়ার সরকার পরিকল্পনা করেছে, ১৬ বছর বয়স পর্যন্ত শিশুদের এক্স, টিকটক, ফেসবুক ও ইন্সটাগ্রাম-সহ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে...

এই বিভাগের অন্যান্য সংবাদ