spot_img

আ. লীগ ভুল ইতিহাস শিক্ষা দিলেও তরুণদের বিপথগামী করতে পারেনি: মঈন খান

অবশ্যই পরুন

সিলেবাস বদলে তরুণ প্রজন্মকে আওয়ামী লীগ ভুল ইতিহাস শিক্ষা দিলেও বিপথগামী করতে পারেনি। যার প্রমাণ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান— এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর মিরপুর শাহ আলী মাজার প্রাঙ্গণে ‘জাতীয়তাবাদী বাউল দলের আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেছেন, গণতন্ত্র ও ভোটাধিকার প্রশ্নে এ জাতি বরাবরই উদ্বিগ্ন ছিল। মুক্তিযুদ্ধ, বিপ্লব ও সংহতি আন্দোলন, ৯০ ও ২৪ এর গণঅভ্যুত্থানের ইতিহাস একই সূত্রে গাঁথা।

বাকশালের মাধ্যমে সব দলের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল উল্লেখ করে মঈন খান বলেন, এরই পরিপ্রেক্ষিতে সৃষ্টি হয় ৭ নভেম্বর। তেমনই বিগত ১৬ বছরের অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ায় ছাত্র-জনতার অভ্যুত্থান।

অন্তর্বর্তী সরকার সুষ্ঠু নির্বাচন দিলে আবারও গণতন্ত্র ফিরে আসবে বলে মন্তব্য করেন বিএনপির এ নেতা।

সর্বশেষ সংবাদ

চীন সফরে যাওয়ার ঘোষণা শ্রীলংকার প্রেসিডেন্টের

আগামী বছরের জানুয়ারিতে চীন সফরে যাবেন শ্রীলংকার নতুন প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে। দীর্ঘ বিলম্বিত বিদেশি ঋণ কাঠামো পুনর্বিন্যাস শেষে...

এই বিভাগের অন্যান্য সংবাদ