spot_img

জাতিসঙ্ঘ থেকে ইসরাইলের সদস্য পদ বাতিলের আহ্বান তুরস্কের

অবশ্যই পরুন

তুরস্কের পার্লামেন্ট স্পিকার নোমান কুরতুলমুস জাতিসঙ্ঘ থেকে ইসরাইলের সদস্য পদ বাতিল করার আহ্বান জানিয়েছেন।

আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে করতুলমুস বলেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা এক ভয়াবহ হত্যাকাণ্ড এবং গণহত্যার মুখে। এই ধরনের ইতিহাস কখনো দেখা যায়নি। এই ভয়াবহ পরিস্থিতি ১৩ মাস ধরে চলছে।

তুর্কি স্পিকার উদ্বেগ প্রকাশ করে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় যে সিদ্ধান্তই নিক না কেন, ইসরাইলের মন্ত্রিসভা, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাথে সংশ্লিষ্ট গ্রুপগুলো নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী কাজ অব্যাহত রাখবে।

কুরতুলমুস আরো বলেন, জাতিসঙ্ঘের প্রস্তাব লঙ্ঘন করে বর্ণবাদী শাসন পরিচালনা এবং সহিংসতার জন্য জাতিসঙ্ঘে দক্ষিণ আফ্রিকার সদস্যপথ স্থগিত ছিল। এখন সময় হয়েছে, ইসরাইলের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য বিশ্ব সংস্থায় তার সদস্য পদ বাতিল করা।

তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত অপরাধযজ্ঞ থামাতে জাতিসঙ্ঘের প্রস্তাব বাস্তবায়ন না করবে, ততক্ষণ পর্যন্ত ইসরাইলের সদস্য পদ স্থগিত রাখা উচিত।

সূত্র : পার্সটুডে

সর্বশেষ সংবাদ

চীন সফরে যাওয়ার ঘোষণা শ্রীলংকার প্রেসিডেন্টের

আগামী বছরের জানুয়ারিতে চীন সফরে যাবেন শ্রীলংকার নতুন প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে। দীর্ঘ বিলম্বিত বিদেশি ঋণ কাঠামো পুনর্বিন্যাস শেষে...

এই বিভাগের অন্যান্য সংবাদ